শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৮:৩৮ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শেখ রাসেল দিবস ২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার ১৮ অক্টোবর সকাল ৯টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিশুরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণী সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের, পৌর মেয়র আব্দুর রশিদ ঝালুখান, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান ও জান্নাতুন নাঈম।
উপস্থিত ছিলেন, নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান, ইউএইচএফপিও পাপিয়া সুলতানা, বীর মুক্তিযোদ্ধা তাজামুল হক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিআরডিবি পল্লী উন্নয়ন অফিসার হারুন অর রশিদ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পঅর্পণ, চিত্রাংকন, রচনা, প্রেজেন্টেশন ও কুইজ প্রতিযোগিতাসহ আলোচনাসভা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন বলেন, শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (দ্বিতীয় পর্যায়) এর আওতায় সারাদেশে স্থাপিত ৫ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব এবং ৩০০টি শেখ রাসেল স্কুল অব ফিউচার এর উদ্বোধন করেন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) হল অব ফেম এ শেখ রাসেল দিবসের উদ্বোধন ও শেখ রাসেল পদক প্রদান করেন।
নাচোল উপজেলা আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শেখ রাসেল দিবস উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনাসভা, দোয়া ও মোনাজাত এবং কেকে কেটে জন্মদিন পালন করেছেন।
এদিকে শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠান হিসেবে নাচোল উপজেলা ও জেলা পর্যায়ে নাচোল খুরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ হয়। আজকের তানোর