মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ১১:২০ pm
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ৫১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। যাদের মধ্যে ১৫ জন গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন।
শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি জানান, রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৫১ জন। যাতের মধ্যে একদিনে ভর্তি হয়েছেন ১৫ জন।
তিনি বলেন, গত ১৪ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত এ হাসপাতালে মোট ১৮৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে একজন মারা গেছেন। আর ১৩৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আজকের তানোর