রবিবর, ১০ নভেম্বর ২০২৪, সময় : ০১:৪৫ pm
আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা অজস্র কারণে আলোচিত সমালোচিত ছিলেন। যার মধ্যে একটি হলো, ১৯৮৬ বিশ্বকাপে হাত দিয়ে করা তার সেই ‘হ্যান্ড অব গড’ গোল। যে গোলের বলটি এবার নিলামে উঠতে যাচ্ছে।
১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে অনেকটা লাফিয়ে উঠে হাতের ছোঁয়ায় পিটার শিলটনকে ফাঁকি দিয়ে জালে বল জড়িয়েছিলেন ম্যারাডোনা। সেই ম্যাচে ২-১ গোলে জিতেছিলো আর্জেন্টিনা।
এই গোল নিয়ে সেই থেকে এখন অব্দি আলোচনা সমালোচনার শেষ নেই। ম্যারাডোনার হাত ছোঁয়া বলটি এবার উঠছে নিলামে। ধারনা করা হচ্ছে, অনেক ইতিহাসের সাক্ষী বলটি বিক্রি হতে পারে ২৫ থেকে ৩০ লাখ পাউন্ডে।
সেই ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিউনিশিয়ার রেফারি আলি বিন নাসের। তিনি এখন চাইছেন আলোচিত বলটি বিশ্বের ফুটবলপ্রেমীদের সঙ্গে ভাগাভাগি করে নিতে।
নাসের বলেন, এই বলটি ফুটবল ইতিহাসের অংশ বিশ্বের সঙ্গে ভাগাভাগি করে নেয়ার এটাই সঠিক সময়।
ম্যারাডোনার এই গোল নিয়ে সমালোচনা হলেও আলী নাসের নিজের রায় দিয়েছেন গোলের পক্ষেই। তিনি বলেন, গোলের পেছনে ‘কিছুটা ম্যারাডোনার মাথা এবং কিছুটা সৃষ্টিকর্তার হাত’ ছিলো।
আলোচিত বলটি আগামী ১৬ নভেম্বর নিলামে তোলা হবে। ২০ নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপ। নিলামে অংশ নিতে আগ্রহীরা ২৮ অক্টোবর থেকে নিবন্ধন করতে পারবেন। সূত্র : এফএনএস