শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৫:১৬ pm
ক্রীড়া ডেস্ক : বাবর-রিজওয়ান জুটিই খেলা শেষ করে ফিরবেন— এমনটিই মনে করছিলেন অনেকে। চার পেসারকে দিয়ে একের পর এক ওভার করিয়েও সফলতার মুখ দেখিছিলেন না অধিনায়ক সাকিব আল হাসান।
১১তম এ জুটি ভাঙার একটা সুবর্ণ সুযোগ অবশ্য দিয়েছিলেন পেসার শরিফুল। কিন্তু ক্যাচ মিস করে রিজওয়ানকে জীবন দেন আরেক পেসার সাইফউদ্দিন।
তবে সুযোগ হাতছাড়ায় যখন হতাশা ছড়িয়ে পড়ে টাইগার শিবিরে তখনই দুর্দান্ত এক ওভার করলেন পেসার হাসান মাহমুদ।
বাবর-রিজওয়ান জুটি তো ভাঙলেনই, আরও একটি উইকেট শিকারে দলকে উচ্ছ্বাসে ভাসিয়েছেন তিনি। একই ওভারের দুই ডেলিভারিতে বাবর আজম ও তার পরে নামা হায়দার আলিকে ফিরিয়েছেন এ তরুণ তুর্কি।
এর আগে দ্বাদশ ওভারে সাইফউদ্দিনকে পয়েন্ট ও শর্ট থার্ডম্যান ফিন্ডারের মাঝ দিয়ে চার মেরে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ২৯তম ফিফটিতে পা রাখেন বাবর। পরের বলেই ডিপ মিডউইকেট দিয়ে সাইফকে চার মেরে দলের রান একশতে নিয়ে যান তিনি।
তবে ফিফটির পর আর বেশিক্ষণ টিকতে পারলেন না বাবর আজম। তাকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙলেন হাসান মাহমুদ। এক বল পর এই পেসার বোল্ড করে দিলেন হায়দার আলিকেও।
১৩তম ওভারে হাসানের স্লোয়ার শর্ট বলে অফ সাইডে খেলতে গেলে বল লাগে বাবরের ব্যাটের ওপরের অংশে। তাতে বল উঠে যায় আকাশে। ডিপ কাভারে দৌড়ের মধ্যেই ক্যাচ নেন বদলি ফিল্ডার মোসাদ্দেক হোসেন।
৯ চারে ৪০ বলে ৫৫ করে ফেরেন বাবর। এক বল আবার হাসানের ছোবল। গতিময় এক ইয়র্কারে এলোমেলো করে দেন হায়দারের স্টাম্প।
২ বল খেলা হায়দার খুলতে পারেননি রানের খাতা। ১৫ ওভার শেষে পাকিস্তানের রান ২ উইকেটে ১২৫। অর্ধশতক পূর্ণ করেছেন মোহাম্মদ রিজওয়ান খেলছেন। ক্রিজে তার সঙ্গী মোহাম্মদ নাওয়াজ। সূত্র : যুগান্তর