সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ১২:০৪ pm
নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাট উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কোভিড-১৯ করোনা টিকা প্রদান শুরু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার হলিদাগাছি সরকারী প্রাথমিক ও বহুমুখী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা শুভ উদ্ভোধন করেন উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আশিকুর রহমান।
এসময় উপজেলা স্বাস্থ্য (আরএমও) মেডিকেল অফিসার ডাঃ শহিদুল ইসলাম রবিন, এমটিইপিঅঅই মনিমুল হক, পরিসংখ্যান লিপন,অত্র বিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিকসহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ আশিকুর রহমান জানান, সরকারী বিধি অনুযায়ী রাজশাহী সিভিল সার্জেন নির্দেশনায় সকল শিশু ও শিক্ষার্থীরা ৫ থেকে ১১ বছরের মধ্যে সবাই এই কোভিড-১৯ টিকা নিতে পারবে ।
শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন কেন্দ্রে প্রথমদিন ২ হাজার ৮শ ৪৪ জন শিক্ষার্থীকে এটিকা প্রদান করা হয়। একার্যত্রম সকাল থেকে ১টা পযর্ন্ত মোট ১২দিন টিকা প্রদান করা হবে এবং শুধু একদিন কমিউনিটি মাধ্যমে ঝড়ে পড়া শিশুদের কোভিড-১৯ টিকা দেয়া হবে। সকলের সহযেগিতা কামনা করেন তিনি। আজকের তানোর