রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৩:২৫ pm
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ‘সবার জন্য মানসিক স্বাস্থ্য ও ভালো থাকাটাই হোক বৈশ্বিক অগ্রাধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার ১০ অক্টোবর বেলা সাড়ে ১০ টায় নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে র্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে মানসিক স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সুলতানা পাপিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক ন্যাশনাল কনসালটেন্ট ডা. ইশাকুল কবির, মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল ডা. আসাদুর রহমান বিপ্লব।
এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সিনিয়র নার্সিং সুপারভাইজার সুফিয়া খাতুন, স্বাস্থ্য পরিদর্শক মো. ইসারুল হক ও সুধা চন্দ্র মাহাতো প্রমুখ।
ডাক্তার ইসাকুল কবির বলেন, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস হলো পৃথিবীর সবার মানসিক স্বাস্থ্যশিক্ষা ও সচেতনতার দিন। ১৯৯২ সালে প্রথমবার এই দিনটি পালন করা হয়েছিল। সেই থেকে প্রতি বছর ১০ অক্টোবর দিনটিকে মানসিক স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়।
ডাক্তার আসাদুর রহমান বিপ্লব বলেন, মানসিক স্বাস্থ্য বলতে মানসিকভাবে ব্যক্তির সুস্থতাকে বোঝায়। একজন ব্যক্তি যখন চারপাশের সব সুশৃঙ্খলতা বা বিশৃঙ্খলতা দেখার পর নিজেকে সুন্দর, সুস্থ ও দেশের সুনাগরিক হিসেবে পরিচিত করাতে পারে। তখন তাকে আমরা একজন সুস্থ মানুষ হিসেবে গণ্য করি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর শতকরা ১৬ ভাগ ও শিশু কিশোরদের শতকরা ১৮ ভাগ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে। আজকের তানোর