রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০২:০৪ pm
শহিদুল ইসলাম, (নিজস্ব প্রতিবেদক) নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বাল্যবিয়ের অপরাধে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন কনের পিতা ও মাতাকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন। পরে এই অর্থদন্ডের আদায় করা হয়।
জানা গেছে, উপজেলার ফতেপুর ইউপির গজালবাড়ি গ্রামের কনের পিতা শরিফুল ইসলাম জানান, গোমস্তাপুর উপজেলার নাদেরাবাদ আলীনগর গ্রামের আতিকুল ইসলামের ছেলে রাইহান (২০)’র সঙ্গে তার ৮ম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী (১৬)’র বিয়ের সম্বন্ধ হলে উভয়পক্ষের পরিবারের সম্মতিতে গোপনে গত ৪ অক্টোবর বিয়ে সম্পন্ন হয়। পরে গত ৭ অক্টোবর কনের পিতার বাড়িতে মহা ধুমধামে বিয়ে পরবর্তী অনুষ্ঠানের আয়োজন চলছিল।
এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন কনের পিতার বাড়িতে উপস্থিত হন। এরআগে কৌশলে উভয়ের স্বজনরা বর ও কনেকে অন্যত্র সরিয়ে দেন।
পরে জিজ্ঞাসাবাদে কনের পিতা ও মাতা বাল্যবিয়ের অপরাধ স্বীকার করলে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন কনের পিতা ও মাতাকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে আদায় করেন। আজকের তানোর