রবিবর, ১০ নভেম্বর ২০২৪, সময় : ০১:০১ pm

সংবাদ শিরোনাম ::
বদলে যাচ্ছে পুলিশ, স্থায়ী রূপ পাচ্ছে ‘পুলিশ কমিশন’ হাসিনার কথিত অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারী ১০ জন গ্রেফতার দেশের ক্রিকেট, ব্যর্থ বোর্ডের ব্যর্থ দল : লেখক, গুঞ্জন রহমান জানুয়ারি থেকে স্মার্টকার্ডে মিলবে টিসিবির পণ্য প্রান্তিক কৃষকদের সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে : তারেক জিয়া নগরীতে বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা তানোরে শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি আইয়ুব সম্পাদক হাবিব নির্বাচিত নাচোলে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত নগরীতে পুলিশের অভিযানে ১৩ জন গ্রেপ্তার নাচোলে কলেজ ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে আটকের দাবি স্বজনদের রাজধানীতে কঠোর অভিযানের পরও বেপরোয়া অপরাধীরা মেঘনা নদীর পারে মানুষ বিক্রিতে ওরা কোটিপতি নির্বাচিত সংসদ ছাড়া করা যায় না সংবিধান পরিবর্তন : গয়েশ্বর সকল ধর্মের মানুষ মিলে সুন্দর দেশ গড়তে চাই : সেনাপ্রধান কৃষক-বিজ্ঞানী সম্মেলনে মালয়েশিয়ায় স্বশিক্ষিত কৃষিবিজ্ঞানী নূর মোহাম্মদ ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল হবে : আসিফ নজরুল দুর্গাপুরে ‘অরবিট কোচিং’ সেন্টারে এসএসসি প্রস্তুতি ক্লাসের উদ্বোধন কীর্তিমান আব্দুর রাজ্জাকের বীরত্ব আজও মনে পড়ে মুক্তিযোদ্ধাদের জেনেভা বিমানবন্দরে হেনস্তার শিকার আসিফ নজরুল রাজশাহীতে পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার
দ্বি-বার্ষিক নির্বাচনে বাগমারা প্রেসক্লাবে সভাপতি আফাজ্জল

দ্বি-বার্ষিক নির্বাচনে বাগমারা প্রেসক্লাবে সভাপতি আফাজ্জল

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা প্রেসক্লাবে অনুষ্ঠিত হলো দ্বি-বার্ষিক নির্বাচন। আজ শনিবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ কার্যক্রম চলে বেলা ১ টা পর্যন্ত। উক্ত নির্বাচনে বাগমারা প্রেসক্লাবের সকল সাংবাদিক তাদের ভোটাধিকার প্রয়োগ করে। সকল জল্পনা-কল্পনার পরিসমাপ্তি হলো এই নির্বাচনের মধ্যে দিয়ে।

বাগমারা প্রেসক্লাবের কার্যকারী কমিটির ৭টি পদের মধ্যে ৩টি পদে অনুষ্ঠিত হয় নির্বাচন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করেন ৪ জন। ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হলেও সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের উভয় পদে ড্র হয়েছে।

উক্ত নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সংগ্রামের বাগমারা প্রতিনিধি আফাজ্জল হোসেন। অন্যদিকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ছিলেন সোনালী সংবাদের তাহেরপুর প্রতিনিধি এস.এম. সামসুজ্জোহা মামুন, সময়ের আলোর বাগমারা প্রতিনিধি ইউসুফ আলী সরকার এবং ইনকিলাবের বাগমারা প্রতিনিধি আলতাফ হোসেন।

সেই সাথে সহ-সভাপতি পদে সমান ভোট পেয়েছেন আমাদের সময়ের বাগমারা প্রতিনিধি নুর-কুতুবুল আলম ও প্রতিদিনের চিত্র-এর রাজশাহী প্রতিনিধি নাজিম হাসান। সহ-সভাপতি পদে সমান ভোট পাওয়ায় প্রথম বছরে দায়িত্ব পারন করবেন নুর কুতুবুল আলম। পরের এক বছর নাজিম হাসান।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদেও সমান ভোট পড়েছে। সমান ভোট পাওয়ায় প্রথম বছর দায়িত্ব পালন করবেন প্রতিদিনের সংবাদের বাগমারা প্রতিনিধি হেলাল উদ্দীন। পরের এক বছর সোনারদেশ পত্রিকার বাগমারা প্রতিনিধি রাশেদুল হক ফিরোজ।

এছাড়াও ৪টি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের রাজশাহীর প্রতিনিধি শামীম রেজা, দপ্তর সম্পাদক পদে উত্তরা প্রতিদিন ও সংবাদের বাগমারা প্রতিনিধি আকবর আলী, কোষাধ্যক্ষ পদে দৈনিক বার্তার বাগমারা প্রতিনিধি আব্দুল মতিন এবং কপিরাইট পদে ইত্তেফাক ও সানশাইনের প্রতিনিধি মাহফুজুর রহমান প্রিন্স।

এদিকে প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে রিটানিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল করিম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, একাডেমিক সুপারভাইজার ড. মোহাম্মদ আব্দুল মুমীত, দৈনিক সানশাইনের সম্পাদক ইউনুস আলী প্রমুখ। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.