শুক্রবার, ২০ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৮:৫৬ am

সংবাদ শিরোনাম ::
ঢাবিতে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিখোঁজের সাতবছর পর ছেলেকে ফিরে পেলেন উচ্ছ্বসিত মা তানোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিকের সাবেক কাউন্সিলর মনসুরের মুক্তির দাবিতে মানববন্ধন সেই রুবেল আরও ৭ দিনের রিমান্ডে সিলেবাস সংক্ষিতের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ শেষে সমাবেশ পবায় উপজেলা প্রশাসনে ও কাটাখালি পৌরসভায় ভোগান্তি চিত্র নায়িকা পরীমণি পালন করলেন ‘বিবাহ বিচ্ছেদ’ দিন এক দফা দাবিতে রাজশাহীতে নার্সদের মিছিল শেষে মানববন্ধন প্রিয় নবী মুহাম্মদ (সা.) বিশ্ববাসীর জন্য রহমত : দুধরচকী রাজশাহীতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ডলার সংকটে বাংলাদেশকে সার দিচ্ছে না সরবরাহকারীরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারিক ক্ষমতা পেলো সেনাবাহিনী আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ বাগমারায় অধ্যক্ষ ও সভাপতির অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজনৈতিক দল গঠনের বিষয়টি গুজব : আসিফ মাহমুদ একদিনের জন্য শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা রাজশাহী আসছেন আজ বাংলাদেশ ও ভারত ভিসা জটিলতায় চার যৌথ সিনেমা একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক
দ্বি-বার্ষিক নির্বাচনে বাগমারা প্রেসক্লাবে সভাপতি আফাজ্জল

দ্বি-বার্ষিক নির্বাচনে বাগমারা প্রেসক্লাবে সভাপতি আফাজ্জল

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা প্রেসক্লাবে অনুষ্ঠিত হলো দ্বি-বার্ষিক নির্বাচন। আজ শনিবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ কার্যক্রম চলে বেলা ১ টা পর্যন্ত। উক্ত নির্বাচনে বাগমারা প্রেসক্লাবের সকল সাংবাদিক তাদের ভোটাধিকার প্রয়োগ করে। সকল জল্পনা-কল্পনার পরিসমাপ্তি হলো এই নির্বাচনের মধ্যে দিয়ে।

বাগমারা প্রেসক্লাবের কার্যকারী কমিটির ৭টি পদের মধ্যে ৩টি পদে অনুষ্ঠিত হয় নির্বাচন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করেন ৪ জন। ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হলেও সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের উভয় পদে ড্র হয়েছে।

উক্ত নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সংগ্রামের বাগমারা প্রতিনিধি আফাজ্জল হোসেন। অন্যদিকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ছিলেন সোনালী সংবাদের তাহেরপুর প্রতিনিধি এস.এম. সামসুজ্জোহা মামুন, সময়ের আলোর বাগমারা প্রতিনিধি ইউসুফ আলী সরকার এবং ইনকিলাবের বাগমারা প্রতিনিধি আলতাফ হোসেন।

সেই সাথে সহ-সভাপতি পদে সমান ভোট পেয়েছেন আমাদের সময়ের বাগমারা প্রতিনিধি নুর-কুতুবুল আলম ও প্রতিদিনের চিত্র-এর রাজশাহী প্রতিনিধি নাজিম হাসান। সহ-সভাপতি পদে সমান ভোট পাওয়ায় প্রথম বছরে দায়িত্ব পারন করবেন নুর কুতুবুল আলম। পরের এক বছর নাজিম হাসান।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদেও সমান ভোট পড়েছে। সমান ভোট পাওয়ায় প্রথম বছর দায়িত্ব পালন করবেন প্রতিদিনের সংবাদের বাগমারা প্রতিনিধি হেলাল উদ্দীন। পরের এক বছর সোনারদেশ পত্রিকার বাগমারা প্রতিনিধি রাশেদুল হক ফিরোজ।

এছাড়াও ৪টি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের রাজশাহীর প্রতিনিধি শামীম রেজা, দপ্তর সম্পাদক পদে উত্তরা প্রতিদিন ও সংবাদের বাগমারা প্রতিনিধি আকবর আলী, কোষাধ্যক্ষ পদে দৈনিক বার্তার বাগমারা প্রতিনিধি আব্দুল মতিন এবং কপিরাইট পদে ইত্তেফাক ও সানশাইনের প্রতিনিধি মাহফুজুর রহমান প্রিন্স।

এদিকে প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে রিটানিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল করিম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, একাডেমিক সুপারভাইজার ড. মোহাম্মদ আব্দুল মুমীত, দৈনিক সানশাইনের সম্পাদক ইউনুস আলী প্রমুখ। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.