বৃহস্পতিবর, ৩১ অক্টোব ২০২৪, সময় : ০১:১৮ am
শাহিন সাগর, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের প্রফেসর ইকবাল মতিন ও যন্ত্রকৌশল বিভাগের প্রফেসর ড. মো. সামিম আখতারের বর্ণাঢ্য অধ্যাপনা জীবনের সমাপ্তি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে ২১৭ নম্বর কনফারেন্স রুমে তাঁকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সেখ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. এন.এইচ.এম কামরুজ্জামান সরকার, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন, রেজিস্ট্রার ভারপ্রাপ্ত প্রফেসর ড. মো. সেলিম হোসেন। এসময় অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মিয়া মো. জগলুল সাদত।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মো. রবিউল আওয়াল, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মো. আল মামুন, যানবাহন শাখার প্রশাসক মো. ওয়াহেদুল হক তুষার, ছাত্রকল্যাণ উপপরিচালক মোঃ মামুনূর রশীদ। উক্ত অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকদের রুয়েট শিক্ষক সমিতির পক্ষ থেকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। আজকের তানোর