রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১০:০১ am
ডেস্ক রির্পোট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) কোনো রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ না করার পরামর্শ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দেশের ৬১ জেলার ডিসি ও পুলিশ সুপারদের সঙ্গে সভায় তিনি এই নির্দেশনা দেন।
সিইসি আরও বলেন, ‘জনগণের স্বাধীন ভোটাধিকার প্রয়োগের সহায়ক অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে হবে। নিরপেক্ষ থেকে আপনারা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন।’
দেশের ৬১ জেলা পরিষদ নির্বাচন সামনে রেখে ডিসি ও এসপিদের সঙ্গে সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে সকাল ১০ টার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে বৈঠক শুরু হয়।
আগামী ১৭ অক্টোবর দেশের ৬১ জেলায় জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরাই এ নির্বাচনে ভোট দেন।
হাবিবুল আউয়াল বলেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচন বিষয়ে আপনাদের কঠোরভাবে দায়িত্ব পালনে সচেতন হতে হবে। কোনো অবস্থাতেই নির্বাচন বিষয়ে আপনাদের কর্ম ও আচরণে এমন কিছুর প্রতিফলন হবে না যাতে জনগণ ভাবতে পারে যে, আপনারা কোনো একটি দলের পক্ষে কাজ করছেন।’
সংবিধান, আইন ও বিধি-বিধানের আলোকে দায়িত্ব¡ পালনের পরামর্শ দিয়ে তিনি ডিসি এসপিদের উদ্দেশ্যে বলেন, প্রয়োজনীয় ক্ষমতা প্রয়োগ করবেন। যে কোনো মূল্যে আইন-শৃঙ্খলা রক্ষা করে নির্বাচনের অনুকূল পরিবেশ বজায় রাখবেন। জনগণের স্বাধীন ভোটাধিকার প্রয়োগে সহায়ক অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে হবে। নিরপেক্ষ থেকে আপনারা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে প্রজাতন্ত্রের কর্মের কাঙ্খিত মান ও আদর্শকে সমুন্নত রাখবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব, পুলিশের মহাপরিদর্শক সভায় উপস্থিত ছিলেন।
এই সভা নিয়ে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান আগে বলেছিলেন, ইসি সার্বিক পরিস্থিতি সম্পর্কে মাঠের রিপোর্ট বুঝতে চায়। জেলা পর্যায়ে যারা দায়িত্ব পালন করছেন, তাদের চ্যালেঞ্জগুলো জানতে চায়।
হাবিবুল আউয়াল নেতৃত্বে থাকা ইসির অধীনে ২০২৩ সালের শেষে বা ২০২৪ সালে জানুয়ারীতে সংসদ নির্বাচন হবে। এর আগে স্থানীয় সরকারের অনেক নির্বাচনও রয়েছে।
রাজনৈতিক বিতর্কের মধ্যে ইভিএমে দেড়শ আসনে ভোটের সিদ্ধান্তও রয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই দফা সংলাপ করলেও বিএনপিসহ বেশ কয়েকটি দল ইসির আহ্বানে সাড়া দেয়নি। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। সূত্র : দৈনিক বাংলা