মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৪৪ pm
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে চলাচলের রাস্তায় বাঁশের খুটি ও নেট জালের বেড়া দিয়ে ঘিরে অন্তত ১২টি পরিবারকে ঘর বন্ধি করে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার কামারগাঁ ইউনিয়নের বিহারইল গ্রামে এই ঘটনাটি ঘটেছে। এতে অন্তত ১২টি পরিবার চরম বেকায়দায় পড়েছেন। ঘর বন্দি এরশাদ জানান, শুধু তাকে বন্ধি করতে গিয়ে এতোগুলো পরিবারকে বেকায়দায় ফেলেছেন খালেক ও তার পুত্ররা। ফলে বেড়া না সরালে বাড়ি থেকে কোন ভাবেই বের হতে পারছেন না তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গেলো বৃহস্পতিবার বিকেলের দিকে উপজেলার বিহারইল গ্রামের মুল রাস্তার পশ্চিমে এরশাদ ও খালেক ছাড়াও অনেকের বসবাস। ঘটনাস্থল এরশাদের বাড়িতে যেতে মাটির কাদা রাস্তায় যেতে হয়। এরশাদের বাড়ি সংলগ্ন বাঁশের খুটি ও নিল কালারের নেট জাল দিয়ে বেড়ার মত ঘিরে দেন প্রতিবেশি আব্দুল খালেক ও তার ছেলে আশরাফুল ওরফে মোংলা, সাফিউল ইসলাম সেন্টু ও তাদের স্ত্রীরা। এরশাদের স্ত্রী জানান, যে জায়গায় বেড়া দেয়া হয়েছে সেখানে হাটু পানি জমে আছে। গেলো বুধবার সকালের দিকে খুটি পুতে ও দুপুরের আগে নেট জাল দিয়ে ঘিরে তাদের যাতায়াত বন্ধ করে দেয়া হয়। তারপর থেকে বাড়ি হতে বের হতে পারেন নি তারা। তাদের বাড়ির সামনে আরো ১২টির মতো পরিবার ওই পথ দিয়ে যাতায়াত করেন। তারাও চলাচল করতে পারছেন না বলে অভিযোগ তাদের।
গ্রামের একাধিক ব্যক্তিরা জানান, জায়গাটি সরকারের ভিপি সম্পত্তি। সেখানে এভাবে বেড়া দিয়ে চলচলের রাস্তা বন্ধ করা যায় না। এটা অমানুবিক বেআইনি কাজ। আক্রোশ বসত এভাবে এরশাদকে ঘর বন্ধি করতে গিয়ে সবার চলাচল বন্ধ করে মোংলারা। ফলে বেড়া না সরালে কষ্ট করে অনেক দূর দিয়ে ঘুরে চলাচল করতে হবে। এতে চরম সমস্যায় পড়বেন তারা।
ভুক্তভোগী এরশাদ জানান, তিনি চৌবাড়িয়া বাজারে চা-বিস্কুটের ব্যবসা করছিলেন। বুধবারে হঠাৎ তার আপন চাচা খালেক ও তার ছেলে এবং স্ত্রীরা মিলে রাস্তা ঘিরে বন্ধ করে দেয়। কোন বিবেকবান মানুষ এভাবে রাস্তা ঘিরতে পারে না বলে জানান এরশাদ।
এব্যাপারে খালেকের ছেলে আশরাফুল ওরফে মোংলা জানান, তার পিতার সাথে কি হয়েছে বলতে পারবেন না তিনি। যে জায়গা ঘিরে রাস্তা বন্ধ করা হয়েছে সেটা নাকি ভিপি সম্পত্তি এমনটি ব্যাপারে তিনি জানান, এসব বিষয়ে সাক্ষাতে আলাপ হবে বলে এড়িয়ে গেছেন তিনি।
এবিষয়ে উপজেলার কামারগাঁ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন প্রামানিক বলেন, দ্রুত সময়ের মধ্যে উভয়পক্ষকে নিয়ে বসে চলাচলের রাস্তা অবমুক্ত করা হবে জানা তিনি। আজকের তানোর