মঙ্গবার, ১৭ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৫:৩৬ pm
শহিদুল ইসলাম, নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মেয়রপদে পুনরায় নির্বাচিত হলেন আব্দুর রশিদ ঝালু খাঁন। তিনি ৪ হাজার ৫১২ ভোট পেয়ে দ্বিতীয় বারের মত নাচোল পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন। রোববার ২৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে নাচোল উপজেলা পরিষদ হলরুমে ফলাফল ঘোষনা দেন জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান রোজাউল করিম বাবু চামুচ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮৯২ ভোট। ভোট গ্রহণের দিন সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটা প্রদানের মধ্য দিয়ে পৌরবাসী তাদের পছন্দের প্রার্থীকে পুনরায় নির্বাচিত করেছেন।
নির্বাচনে এবার মেয়রপদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছিলেন। এদের মধ্যে আওয়ামী লীগ দলীয় মনোনীত বর্তমান মেয়র আব্দুর রশিদ ঝালু খান (নৌকা), বিএনপি দলীয় মনোনীত প্রার্থী মাসউদা আফরোজ হক শুচি (ধানের শীষ), স্বতন্ত্র প্রর্থী আমান উল্লাহ আল মাসুদ (রেল ইঞ্জিন), ও রেজাউল করিম বাবু (চামুচ) প্রতীক। আর স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবু নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে চামুচ প্রতীক নিয়ে নাচোল পৌর মেয়রপদে প্রতিদ্বন্দ্বীতা করছিলেন।
রোববার ২৮ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে অনুষ্ঠিত নির্বাচনে ভোট প্রদান করেছেন নাচোল পৌরসভার ভোটারগণ। ইভিএম পদ্ধতিতে নাচোলে এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হলেও ভোটকেন্দ্রগুলিতে নারী-পুরুষ ভোটারের উপস্থিতি ছিল লক্ষণীয়।
নাচোল পৌর এলাকায় ১০টি ভোট কেন্দ্রে পুরুষ-মহিলা স্থায়ী ভোটকক্ষ ছিল ৪৮টি ও অস্থায়ী ৭টি। নির্বাচনী এলাকা ও ভোটকেন্দ্রগুলির নিরাপত্তায় পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার প্রহরার পাশাপাশি শৃংখলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে ১ জন করে নির্বাহী ম্যজিস্ট্রেটকে দায়িত্ব প্রদান করা হয়। এ ছাড়াও একজন ১ম শ্রেণীর চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রের দায়িত্বে নির্বাচনী এলাকায় টহল অব্যাহত রাখা হয়।