মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৮:৩০ pm
ডেস্ক রির্পোট : আগামী জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের একজন কাউন্সিলর চাইলেও দলীয় সভাপতির পদে থাকবেন না বলে জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সদ্য সমাপ্ত জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার তিনি আরও বলেন, আওয়ামী লীগের একজন কাউন্সিলর যদি বলে আমাকে চায় না, আমি থাকবো না। ১৯৮১ সালে যখন আমার অনুপস্থিতিতে আমাকে সভাপতি করা হয়েছিল তখন থেকে এই নীতিটা মেনে চলছি।
শেখ হাসিনা বলেন, এটা ঠিক দীর্ঘ দিন হয়ে গেছে। অবশ্যই আমি চাই নতুন নেতৃত্ব আসুক। নেতৃত্ব কাউন্সিলররা ঠিক করে থাকেন। সেটাই সঠিক।
প্রসঙ্গত, শেখ হাসিনা ৪১ বছর ধরে দলটির সভাপতির পদে আছেন। চলতি বছর দলটির পরবর্তী কাউন্সিল হওয়ার কথা রয়েছে। সূত্র : দৈনিক বাংলা