রবিবর, ১০ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৪৩ pm
আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডে প্রাক-প্রাথমিক শিশুদের একটি ডে-কেয়ার সেন্টারে সাবেক এক পুলিশ কর্মকর্তার বন্দুক হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় নং বুয়া লামফু প্রদেশে বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটে।
সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরোর (সিআইবি) বরাত দিয়ে সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়, হামলাকারী তার স্ত্রী এবং সন্তানকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছে। তবে, বন্দুকধারী এবং তার পরিবার বর্তমান মৃতের সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত কিনা তা স্পষ্ট নয়।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, নিহতদের মধ্যে ২২ জন শিশু। ওই এলাকার সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন, দুপুরের খাবারের সময় যখন হামলাকারী সেখানে যায় তখন ওই ডে-কেয়ার সেন্টারে ৩০টি শিশু ছিল।
ওই ব্যক্তি প্রথমে আট মাসের অন্তঃসত্ত্বা একজন শিক্ষকসহ চার বা পাঁচজন কর্মীকে গুলি করে। প্রাথমিকভাবে সেখানকার লোকেরা গুলির বিষয়টিকে আতশবাজি মনে করেছিল।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, এলোপাতাড়ি গুলির পাশাপাশি ছুরিকাঘাতও করেছেন ওই ব্যক্তি। তবে হামলার উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়।থাইল্যান্ডের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই পুলিশ কর্মকর্তাকে সম্প্রতি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। দেশটির পুলিশ বলেছে, মাদক সংক্রান্ত কারণে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। সাবেক এই পুলিশ কর্মকর্তাকে শেষবার ব্যাংককে রেজিস্ট্রেশন করা নম্বর প্লেটসহ একটি সাদা চার দরজার টয়োটা ট্রাক চালাতে দেখা গেছে।
থাইল্যান্ডে সর্বশেষ ২০২০ নাখোন রাতচাসিমা শহরে একজন সৈন্য ২১ জনকে হত্যা করেছিল। এ ঘটনায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছিলেন। সূত্র : দৈনিক বাংলা