শুক্রবার, ২০ েপ্টেম্বর ২০২৪, সময় : ১২:২৮ pm

সংবাদ শিরোনাম ::
ঢাবিতে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিখোঁজের সাতবছর পর ছেলেকে ফিরে পেলেন উচ্ছ্বসিত মা তানোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিকের সাবেক কাউন্সিলর মনসুরের মুক্তির দাবিতে মানববন্ধন সেই রুবেল আরও ৭ দিনের রিমান্ডে সিলেবাস সংক্ষিতের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ শেষে সমাবেশ পবায় উপজেলা প্রশাসনে ও কাটাখালি পৌরসভায় ভোগান্তি চিত্র নায়িকা পরীমণি পালন করলেন ‘বিবাহ বিচ্ছেদ’ দিন এক দফা দাবিতে রাজশাহীতে নার্সদের মিছিল শেষে মানববন্ধন প্রিয় নবী মুহাম্মদ (সা.) বিশ্ববাসীর জন্য রহমত : দুধরচকী রাজশাহীতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ডলার সংকটে বাংলাদেশকে সার দিচ্ছে না সরবরাহকারীরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারিক ক্ষমতা পেলো সেনাবাহিনী আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ বাগমারায় অধ্যক্ষ ও সভাপতির অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজনৈতিক দল গঠনের বিষয়টি গুজব : আসিফ মাহমুদ একদিনের জন্য শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা রাজশাহী আসছেন আজ বাংলাদেশ ও ভারত ভিসা জটিলতায় চার যৌথ সিনেমা একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক
নারী এশিয়া কাপে মালয়েশিয়ার বিপক্ষে বড় জয় পেল বাংলাদেশের মেয়েরা

নারী এশিয়া কাপে মালয়েশিয়ার বিপক্ষে বড় জয় পেল বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া ডেস্ক : মুর্শিদা-নিগারের ফিফটি আর অভিষিক্ত ফারিহা তৃষ্ণার হ্যাটট্রিকে নারী এশিয়া কাপে মালয়েশিয়ার বিপক্ষে বড় জয় পেল বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের দেয়া ১৩০ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে মাত্র ৪১ রানেই গুঁটিয়ে গেছে মালয়েশিয়া। ৮৮ রানের জয়ে স্বস্তি ফিরেছে বাংলাদেশ শিবিরে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। মালয়েশিয়ার পেসার সাশা আজমির বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন ওপেনার শামিমা সুলতানা, ইনিংসের প্রথম বলেই ফিরে যান। দ্বিতীয় উইকেটে ফারজানা হকের সঙ্গে ৩৪ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন অপর ওপেনার মুর্শিদা খাতুন। ইনিংসের নবম ওভারে ফারজানা ব্যক্তিগত ১০ রানে স্টাম্পিংয়ের শিকার হয়ে ফেরেন।

সঙ্গী হারিয়ে দমে যাননি মুর্শিদা। এক প্রান্তে রয়েসয়ে ব্যাট চালিয়ে ইনিংস গড়ে তোলার চেষ্টা করেন তিনি। তবে চারে ব্যাট করতে নামা অধিনায়ক জ্যোতি ছিলেন খুনে মেজাজে। মালয়েশিয়ার বোলারদের ছাতু বানিয়ে ৩৪ বলে ৬ চার ও ১ ছয়ে ৫৩ রান করেন বাংলাদেশ অধিনায়ক। তাকে সঙ্গ দিয়ে ৫৪ বলে ৫৬ রানের কার্যকরী ইনিংস খেলেন মুর্শিদা। তৃতীয় উইকেটে তাদের ৬৩ বলে ৮৭ রানের জুটিতে লড়াকু সংগ্রহের ভিত পায় দল। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১২৯ রান তোলে বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে ধীরগতির শুরু করে মালয়েশিয়া। দুই ওপেনার অধিনায়ক উইনিফ্রেড দুরাইসিংগাম এবং এলসা হান্টারের মন্থর ব্যাটিংয়ে ৫ ওভারে স্কোরবোর্ডে মাত্র ১২ রান তোলে তারা। পাওয়ারপ্লের শেষ ওভারে হ্যাটট্রিক করেন অভিষিক্ত ফারিহা তৃষ্ণা। নিজের তৃতীয় ওভারের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বলে যথাক্রমে মালয়েশিয়ার তিন ব্যাটার উইনিফ্রেড দুরাইসিংগাম, মাস এলিসা এবং মাহিরাহ ইজ্জাতি ইসমাইলকে ফেরান বাংলাদেশের বাঁহাতি পেসার। প্রথম বাংলাদেশি এবং বিশ্বের মাত্র দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে অভিষেকে হ্যাটট্রিকের কীর্তি গড়েন তিনি।

সে ওভারে তানা তিন বলে ৩ উইকেট হারানোর ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি মালয়েশিয়া। তৃষ্ণার তাণ্ডবের পর ফাহিমা-সানজিদা-রুমানাদের বোলিং তোপে শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে স্কোরবোর্ডে ৪১ রান তুলতেই সবকটি উইকেট হারিয়ে বসে মালয়েশিয়া।

নারী এশিয়া কাপে ৩ ম্যাচ থেকে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ। সূত্র : দৈনিক বাংলা

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.