শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০১:০৮ pm

সংবাদ শিরোনাম ::
মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাজশাহীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ বাগমারা জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের ইন্তেকাল তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে তানোরে বিএনপির কর্মীসভা নগরীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার লীজকৃত পুকুর দখল, মালিককে বুঝিয়ে দিতে কাজ করছে কর্তৃপক্ষ
নারী এশিয়া কাপে মালয়েশিয়ার বিপক্ষে বড় জয় পেল বাংলাদেশের মেয়েরা

নারী এশিয়া কাপে মালয়েশিয়ার বিপক্ষে বড় জয় পেল বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া ডেস্ক : মুর্শিদা-নিগারের ফিফটি আর অভিষিক্ত ফারিহা তৃষ্ণার হ্যাটট্রিকে নারী এশিয়া কাপে মালয়েশিয়ার বিপক্ষে বড় জয় পেল বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের দেয়া ১৩০ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে মাত্র ৪১ রানেই গুঁটিয়ে গেছে মালয়েশিয়া। ৮৮ রানের জয়ে স্বস্তি ফিরেছে বাংলাদেশ শিবিরে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। মালয়েশিয়ার পেসার সাশা আজমির বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন ওপেনার শামিমা সুলতানা, ইনিংসের প্রথম বলেই ফিরে যান। দ্বিতীয় উইকেটে ফারজানা হকের সঙ্গে ৩৪ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন অপর ওপেনার মুর্শিদা খাতুন। ইনিংসের নবম ওভারে ফারজানা ব্যক্তিগত ১০ রানে স্টাম্পিংয়ের শিকার হয়ে ফেরেন।

সঙ্গী হারিয়ে দমে যাননি মুর্শিদা। এক প্রান্তে রয়েসয়ে ব্যাট চালিয়ে ইনিংস গড়ে তোলার চেষ্টা করেন তিনি। তবে চারে ব্যাট করতে নামা অধিনায়ক জ্যোতি ছিলেন খুনে মেজাজে। মালয়েশিয়ার বোলারদের ছাতু বানিয়ে ৩৪ বলে ৬ চার ও ১ ছয়ে ৫৩ রান করেন বাংলাদেশ অধিনায়ক। তাকে সঙ্গ দিয়ে ৫৪ বলে ৫৬ রানের কার্যকরী ইনিংস খেলেন মুর্শিদা। তৃতীয় উইকেটে তাদের ৬৩ বলে ৮৭ রানের জুটিতে লড়াকু সংগ্রহের ভিত পায় দল। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১২৯ রান তোলে বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে ধীরগতির শুরু করে মালয়েশিয়া। দুই ওপেনার অধিনায়ক উইনিফ্রেড দুরাইসিংগাম এবং এলসা হান্টারের মন্থর ব্যাটিংয়ে ৫ ওভারে স্কোরবোর্ডে মাত্র ১২ রান তোলে তারা। পাওয়ারপ্লের শেষ ওভারে হ্যাটট্রিক করেন অভিষিক্ত ফারিহা তৃষ্ণা। নিজের তৃতীয় ওভারের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বলে যথাক্রমে মালয়েশিয়ার তিন ব্যাটার উইনিফ্রেড দুরাইসিংগাম, মাস এলিসা এবং মাহিরাহ ইজ্জাতি ইসমাইলকে ফেরান বাংলাদেশের বাঁহাতি পেসার। প্রথম বাংলাদেশি এবং বিশ্বের মাত্র দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে অভিষেকে হ্যাটট্রিকের কীর্তি গড়েন তিনি।

সে ওভারে তানা তিন বলে ৩ উইকেট হারানোর ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি মালয়েশিয়া। তৃষ্ণার তাণ্ডবের পর ফাহিমা-সানজিদা-রুমানাদের বোলিং তোপে শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে স্কোরবোর্ডে ৪১ রান তুলতেই সবকটি উইকেট হারিয়ে বসে মালয়েশিয়া।

নারী এশিয়া কাপে ৩ ম্যাচ থেকে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ। সূত্র : দৈনিক বাংলা

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.