রবিবর, ১০ নভেম্বর ২০২৪, সময় : ০১:২৯ pm

সংবাদ শিরোনাম ::
বদলে যাচ্ছে পুলিশ, স্থায়ী রূপ পাচ্ছে ‘পুলিশ কমিশন’ হাসিনার কথিত অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারী ১০ জন গ্রেফতার দেশের ক্রিকেট, ব্যর্থ বোর্ডের ব্যর্থ দল : লেখক, গুঞ্জন রহমান জানুয়ারি থেকে স্মার্টকার্ডে মিলবে টিসিবির পণ্য প্রান্তিক কৃষকদের সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে : তারেক জিয়া নগরীতে বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা তানোরে শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি আইয়ুব সম্পাদক হাবিব নির্বাচিত নাচোলে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত নগরীতে পুলিশের অভিযানে ১৩ জন গ্রেপ্তার নাচোলে কলেজ ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে আটকের দাবি স্বজনদের রাজধানীতে কঠোর অভিযানের পরও বেপরোয়া অপরাধীরা মেঘনা নদীর পারে মানুষ বিক্রিতে ওরা কোটিপতি নির্বাচিত সংসদ ছাড়া করা যায় না সংবিধান পরিবর্তন : গয়েশ্বর সকল ধর্মের মানুষ মিলে সুন্দর দেশ গড়তে চাই : সেনাপ্রধান কৃষক-বিজ্ঞানী সম্মেলনে মালয়েশিয়ায় স্বশিক্ষিত কৃষিবিজ্ঞানী নূর মোহাম্মদ ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল হবে : আসিফ নজরুল দুর্গাপুরে ‘অরবিট কোচিং’ সেন্টারে এসএসসি প্রস্তুতি ক্লাসের উদ্বোধন কীর্তিমান আব্দুর রাজ্জাকের বীরত্ব আজও মনে পড়ে মুক্তিযোদ্ধাদের জেনেভা বিমানবন্দরে হেনস্তার শিকার আসিফ নজরুল রাজশাহীতে পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার
বাগমারায় এক প্রতীকে চার নির্বাচন ‘মাইক আপা’র

বাগমারায় এক প্রতীকে চার নির্বাচন ‘মাইক আপা’র

নিজস্ব প্রতিবেদক : ‘মাইক’ প্রতীক নিয়ে চারবার নির্বাচনে প্রার্থী হয়েছেন রাজশাহীর বাগমারার লাল বানু (৫৪)। প্রতীকের কারণে নিজের নামটিই যেন বদলে গেছে। অনেকেই এখন তাঁকে ডাকেন ‘মাইক আপা’। লাল বানুও বিষয়টি হাসিমুখে মেনে নেন।

এবার রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে (মোহনপুর, দুর্গাপুর ও বাগমারা) ২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য প্রার্থী হয়েছেন লাল বানু। ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগেও তিনি স্থানীয় সরকার নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ডে মাইক প্রতীকে তিনটি নির্বাচন পার করেছেন। তবে একবারও তিনি বিজয়ী হতে পারেননি।

বাগমারা উপজেলার নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, সংরক্ষিত সদস্য প্রার্থী লাল বানুর জন্য কমিশন মাইক প্রতীক দিয়েছে। এটা কয়েক বছর ধরে চলে আসছে। প্রার্থীরা পছন্দ করে প্রতীক নির্বাচিত করেন। একই প্রতীক একাধিক প্রার্থীর পছন্দের তালিকায় থাকলে লটারির মাধ্যমে এর সুরাহা করা হয়। তবে লাল বানুর পছন্দের মাইক প্রতীকের কোনো প্রতিদ্বন্দ্বী ছিলেন না।

বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের চকমহব্বতপুর গ্রামের বাসিন্দা লাল বানু ২০১৬ সালে অনুষ্ঠিত গণিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রথমে প্রার্থী হন। ওই নির্বাচনে তিনি মাইক প্রতীক নিয়ে ইউপির সংরক্ষিত-৩ (৭, ৮ ও ৯) নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছিলেন।

তবে নির্বাচনের ফলাফল তাঁর পক্ষে আসেনি, তবে লাল বানু হাল ছাড়েননি। পরে একই বছর অনুষ্ঠিত প্রথম জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়েছিলেন লাল বানু। ওই ওয়ার্ড থেকে আরও তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই নির্বাচনেও লাল বানু তাঁর পছন্দের প্রতীক মাইক পেয়েছিলেন। তবে ওই নির্বাচনেও লাল বানু পরাজিত হন।

এদিকে, চলতি বছরের ৫ জানুয়ারি অনুষ্ঠিত গণিপুর ইউপি নির্বাচনে আবার একই ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছিলেন তিনি। নির্বাচনের পরিধি পরিবর্তন হলেও নিজের প্রতীক বদলাননি তিনি। তবে প্রতীকের মতো ভাগ্যও বদল হয়নি তাঁর। ওই নির্বাচনেও হেরে গেছেন লাল বানু। পূর্বের ন্যায় হাল ছাড়েননি এই নারী প্রার্থী।

ওই নির্বাচনের আট মাস পর এবার জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত আসনের সদস্য প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন লাল বানু। তবে তিনি নিজের পছন্দের প্রতীক ঠিক রেখেছেন।

একই প্রতীকে বারবার নির্বাচনে অংশ নেওয়ার প্রসঙ্গে লাল বানু বলেন, মাইক প্রতীকটি তাঁর পছন্দের। যদিও এই প্রতীকে এখনো বিজয়ী হতে পারেননি। তবে এ নিয়ে তাঁর কোনো আফসোস নেই। প্রতিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাঁকে সম্মান দেখিয়ে কেউ মাইক প্রতীকটি তাঁদের পছন্দের তালিকায় রাখেন না। এই কারণে লটারি ছাড়াই তিনি এই প্রতীক পান।

ভবিষ্যৎ প্রসঙ্গে লাল বানু বলেন, ভবিষ্যতেও তিনি মাইক প্রতীকেই নির্বাচন করবেন। কারণ, এই প্রতীক তাঁর নামের সঙ্গে জড়িয়ে গেছে। লোকজন তাঁকে ‘মাইক আপা’ বলে ডাকলে খারাপ লাগে না। এবারের নির্বাচনে তিনি মাইক প্রতীক নিয়েই বিজয়ী হবেন বলে আশা করছেন।

গণিপুর ইউনিয়ন থেকে টানা তিনবার নির্বাচিত চেয়ারম্যান মনিরুজ্জামান বলেন, একই ওয়ার্ডের বাসিন্দা হওয়ায় এবার তিনি জেলা পরিষদ নির্বাচনের ভোটার। লাল বানু তাঁর কাছ থেকে মাইক প্রতীকেই ভোট চেয়েছেন। চারবার পরাজিত হলেও লাল বানুকে নিজের লক্ষ্যে অটুট থাকার জন্য শুভকামনা জানান তিনি। সূত্র : প্রথম আলো

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.