রবিবর, ১০ নভেম্বর ২০২৪, সময় : ০৫:৫৯ pm
ক্রীড়া ডেস্ক : ১৭ বছর পর পাকিস্তান সফরে গিয়ে বাবর আজমের নেতৃত্বাধীন দলকে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হারায় ইংল্যান্ড ক্রিকেট দল। পাকিস্তান সফরে দাপুটে সিরিজ জয়ের পর ইংলিশ অধিনায়ক মইন আলি বলেছেন, পারফরম্যান্সের এই ধারা অব্যাহত থাকলে বিশ্বকাপে আমাদের বিপক্ষে খেলতে প্রতিপক্ষ দল ভয় পাবে।
মইন আলি বলেন, পাকিস্তানে এই সিরিজ জিততে পেরে আমরা খুব খুশি। ভালো অবস্থায় আমরা অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছি। তবে আমি বিশ্বকাপে নিজেদের ফেভারিট মনে করি না। সত্যি বলতে, আমি ওই রকম অনুভবই করি না।
তিনি আরও বলেন, জানি, আমরা খুব ভয়ঙ্কর দল এবং অন্য দলগুলো আমাদের বিপক্ষে খেলতে ভয়ে থাকবে। এরপরও আমার মনে হয় এবারের বিশ্বকাপে ফেবারিট অস্ট্রেলিয়া ও ভারত।
২২ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ইংল্যান্ড দলের বিশ্বকাপ অভিযান শুরু হবে। তার আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টির সিরিজ খেলবে তারা। সূত্র : যুগান্তর