মঙ্গবার, ১২ নভেম্বর ২০২৪, সময় : ০২:৪৮ am
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার মামলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জীবনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।রাজশাহী মহানগর দায়রা ও জজ আদালতের বিচারক একেএম ফজলুল হক মঙ্গলবার এই সিবিএ নেতার জামিন নামঞ্জুর করেন।
তবে আদালত বিএমডিএর গাড়িচালক আবদুস সবুরের জামিন মঞ্জুর করেছেন। মঙ্গলবার কারাবন্দি এ দুই আসামির জামিন প্রার্থনা করেছিলেন তাদের আইনজীবী।
গত ১৯ সেপ্টেম্বর এদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। আর সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সেদিনই তাদের সাময়িক বরখাস্ত করেন বিএমডিএ সচিব।
গত ৫ সেপ্টেম্বর সরাসরি সম্প্রচার (লাইভ) চলাকালে বিএমডিএ কার্যালয়ের সামনে হামলার শিকার হন এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপারসন রুবেল ইসলাম। বিএমডিএর নির্বাহী পরিচালক আবদুর রশিদের নির্দেশে কর্মচারীরা এ হামলা চালান। এ নিয়ে সাংবাদিকদের প্রতিবাদের মুখে সেদিন ওই দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়।
ঘটনার পর সেদিন রাতেই ভুক্তভোগী সাংবাদিক বুলবুল হাবিব সাতজনের নাম উল্লেখসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে আসামিরা ঢাকায় গিয়ে উচ্চ আদালত থেকে আগাম জামিন নেওয়ার চেষ্টা করেন। তবে উচ্চ আদালতের একটি বেঞ্চ তাদের জামিন আবেদন গ্রহণই করেননি। অবশেষে ১৯ সেপ্টেম্বর পুলিশ দুজনকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।
এ দুই আসামির মঙ্গলবার জামিনের আবেদন করেন তাদের আইনজীবী মুন্না সাহা। শুনানির সময় জামিনের বিরোধিতা করেন বাদীপক্ষের আইনজীবী মোমিনুল হক বাবু। শুনানি শেষে আদালতের বিচারক একেএম ফজলুল হক মামলার সাত নাম্বার আসামি সবুরের জামিন মঞ্জুর করেন এবং দুই নাম্বার আসামি জীবনের জামিন নামঞ্জুর করে আদেশ দেন।
মামলার বাদী বুলবুল হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুনানির সময় আসামিপক্ষের আইনজীবী আদালতকে জানিয়েছেন মামলার প্রধান আসামি বিএমডিএর নির্বাহী পরিচালক আবদুর রশিদ উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। এজাহারভুক্ত অন্য পাঁচজন আসামি পলাতক আছেন। তাই তাদের জামিনের আবেদনও করা হয়নি। কারাগারে থাকা দুই আসামিরই জামিনের আবেদন করা হয়েছিল। আদালত দুজনের ব্যাপারেই আদেশ দিয়েছেন। তিনি পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। আজকের তানোর