বুধবা, ২৭ নভেম্বর ২০২৪, সময় : ০৪:২৪ am

সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভা চাঁপাইয়ের কৃষি শ্রমিক তানোরে ধান কাটতে এসে বাড়ি ফিরলেন লাশ হয়ে চট্টগ্রামে আদালত এলাকায় বিক্ষুব্ধদের হামলায় আইনজীবী নিহত পেঁয়াজ-আলু রপ্তানি বন্ধ করল ভারত সাত মণ ধানে এক বস্তা ব্র্যাকের আলুবীজ, তাও অপেক্ষায় জুটছে কপালে তানোরে ব্র্যাকের আলুবীজ কালোবাজারে বিক্রি? জব্দে ইঁদুর বিড়াল খেলা আরএমপি পুলিশের অভিযানে আ.লীগের নেতাসহ ১২ জন গ্রেপ্তার দুর্গাপুরে থানা পুলিশের অভিযানে ১০ জন গ্রেফতার দীর্ঘ প্রতিক্ষায় বঙ্গবন্ধু রেল সেতুতে চলল পরীক্ষামূলক ট্রেন জামিনে বেরিয়ে আবারও গ্রেপ্তার রাজশাহী-৬ আসনে সাবেক এমপি রাহেনুল তানোর-গোদাগাড়ীতে শরিফ উদ্দিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি বাঘায় দিনমুজুরকে গলা কেটে হত্যা, ভায়রা জেলহাজতে তানোরে সিএনজি বন্ধ করে চালকদের মানববন্ধন, দুর্ভোগে যাত্রীরা পবায় গাঁজাসহ এক দম্পত্তি গ্রেপ্তার রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ ১৪ জন গ্রেপ্তার নাচোলের কৃতিসন্তান সানাউল্লাহ নতুন নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণে এলাকাবাসীর অভিনন্দন রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন
বিএমডিএর রক্ষকভান্ডার সিবিএ নেতা জীবনের জামিন নামঞ্জুর

বিএমডিএর রক্ষকভান্ডার সিবিএ নেতা জীবনের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার মামলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জীবনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।রাজশাহী মহানগর দায়রা ও জজ আদালতের বিচারক একেএম ফজলুল হক মঙ্গলবার এই সিবিএ নেতার জামিন নামঞ্জুর করেন।

তবে আদালত বিএমডিএর গাড়িচালক আবদুস সবুরের জামিন মঞ্জুর করেছেন। মঙ্গলবার কারাবন্দি এ দুই আসামির জামিন প্রার্থনা করেছিলেন তাদের আইনজীবী।

গত ১৯ সেপ্টেম্বর এদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। আর সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সেদিনই তাদের সাময়িক বরখাস্ত করেন বিএমডিএ সচিব।

গত ৫ সেপ্টেম্বর সরাসরি সম্প্রচার (লাইভ) চলাকালে বিএমডিএ কার্যালয়ের সামনে হামলার শিকার হন এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপারসন রুবেল ইসলাম। বিএমডিএর নির্বাহী পরিচালক আবদুর রশিদের নির্দেশে কর্মচারীরা এ হামলা চালান। এ নিয়ে সাংবাদিকদের প্রতিবাদের মুখে সেদিন ওই দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়।

ঘটনার পর সেদিন রাতেই ভুক্তভোগী সাংবাদিক বুলবুল হাবিব সাতজনের নাম উল্লেখসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে আসামিরা ঢাকায় গিয়ে উচ্চ আদালত থেকে আগাম জামিন নেওয়ার চেষ্টা করেন। তবে উচ্চ আদালতের একটি বেঞ্চ তাদের জামিন আবেদন গ্রহণই করেননি। অবশেষে ১৯ সেপ্টেম্বর পুলিশ দুজনকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।

এ দুই আসামির মঙ্গলবার জামিনের আবেদন করেন তাদের আইনজীবী মুন্না সাহা। শুনানির সময় জামিনের বিরোধিতা করেন বাদীপক্ষের আইনজীবী মোমিনুল হক বাবু। শুনানি শেষে আদালতের বিচারক একেএম ফজলুল হক মামলার সাত নাম্বার আসামি সবুরের জামিন মঞ্জুর করেন এবং দুই নাম্বার আসামি জীবনের জামিন নামঞ্জুর করে আদেশ দেন।

মামলার বাদী বুলবুল হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুনানির সময় আসামিপক্ষের আইনজীবী আদালতকে জানিয়েছেন মামলার প্রধান আসামি বিএমডিএর নির্বাহী পরিচালক আবদুর রশিদ উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। এজাহারভুক্ত অন্য পাঁচজন আসামি পলাতক আছেন। তাই তাদের জামিনের আবেদনও করা হয়নি। কারাগারে থাকা দুই আসামিরই জামিনের আবেদন করা হয়েছিল। আদালত দুজনের ব্যাপারেই আদেশ দিয়েছেন। তিনি পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.