রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৯:২৯ am
ডেস্ক রির্পোট : জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে দেশের বড় একটি অংশ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও নেই বিদ্যুৎ। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) বলছে, বিপর্যয় কাটিয়ে উঠতে কাজ চলছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২টা ৫ মিনিটে আশুগঞ্জে জাতীয় গ্রিডে ট্রিপ বা বিপর্যয় দেখা দেয়। বিদ্যুৎ বিভাগ ও পিজিসিবির কর্মকর্তারা জানান, বিপর্যয়ের কারণে ঢাকা, ময়নমনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বড় একটি অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
দেশে বিদ্যুৎ সঞ্চালনের দায়িত্বে থাকা একমাত্র প্রতিষ্ঠান পিজিসিবির মুখপত্র (উপমহাবস্থাপক) এ বি এম বদরুজ্জা খান মোবাইল ফোনে দৈনিক বাংলাকে বলেন, ‘ট্রিপ কোথায় হয়েছে তা এখনো আমরা জানতে পারিনি। তবে যুমনার ওপারে কোনো সমস্যা হয়নি। সেখানে বিদ্যুৎ আছে।’ খুলনা ও বরিশাল বিভাগও এই সংকটের বাইরে রয়েছে বলে জানান তিনি।
এদিকে, বিদ্যুৎ চলে যাওয়ায় সচিবালয়সহ ঢাকার সব গুরুত্বপূর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। তবে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বিকল্প বিদ্যুৎ বা জেনারেটর চালিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
পিজিসিবির কর্মকর্তারা বলছেন, গ্রিড বিপর্যয়ের পর এরই মধ্যে ময়মনসিংহ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এবার ঢাকায় বিদ্যুৎ সরবরাহ শুরুর চেষ্টা করা হচ্ছে। তবে খুলনা, বরিশাল ও যমুনা নদীর ওপারে উত্তরাঞ্চলের জেলাগুলোতে এই সংকট হয়নি।
গত সেপ্টেম্বর মাসে জাতীয় গ্রিডের একটি সঞ্চালন লাইনে বিভ্রাট দেখা দেওয়ায় রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগসহ দেশের বিস্তীর্ণ এলাকা ৪০ মিনিট থেকে দেড় ঘণ্টা বিদ্যুৎহীন ছিল। এর আগে ২০১৪ সালে বড় ধরনের গ্রিড বিপর্যয় হয়েছিল দেশে। সেবার পরিস্থিতি স্বাভাবিক হতে প্রায় ৩৮ ঘণ্টা সময় লেগেছিল। সূত্র : দৈনিক বাংলা