শুক্রবার, ২০ েপ্টেম্বর ২০২৪, সময় : ১২:৩৯ pm

সংবাদ শিরোনাম ::
ঢাবিতে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিখোঁজের সাতবছর পর ছেলেকে ফিরে পেলেন উচ্ছ্বসিত মা তানোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিকের সাবেক কাউন্সিলর মনসুরের মুক্তির দাবিতে মানববন্ধন সেই রুবেল আরও ৭ দিনের রিমান্ডে সিলেবাস সংক্ষিতের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ শেষে সমাবেশ পবায় উপজেলা প্রশাসনে ও কাটাখালি পৌরসভায় ভোগান্তি চিত্র নায়িকা পরীমণি পালন করলেন ‘বিবাহ বিচ্ছেদ’ দিন এক দফা দাবিতে রাজশাহীতে নার্সদের মিছিল শেষে মানববন্ধন প্রিয় নবী মুহাম্মদ (সা.) বিশ্ববাসীর জন্য রহমত : দুধরচকী রাজশাহীতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ডলার সংকটে বাংলাদেশকে সার দিচ্ছে না সরবরাহকারীরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারিক ক্ষমতা পেলো সেনাবাহিনী আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ বাগমারায় অধ্যক্ষ ও সভাপতির অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজনৈতিক দল গঠনের বিষয়টি গুজব : আসিফ মাহমুদ একদিনের জন্য শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা রাজশাহী আসছেন আজ বাংলাদেশ ও ভারত ভিসা জটিলতায় চার যৌথ সিনেমা একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক
পাকিস্তান বাংলাদেশকে হেসেখেলে হারালো

পাকিস্তান বাংলাদেশকে হেসেখেলে হারালো

ক্রীড়া ডেস্ক : নারী এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও বাংলাদেশ। সিলেটে অনুষ্ঠিত ম্যাচটি হেসেখেলে জিতেছে পাকিস্তান।আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৭০ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। জবাবে মাত্র ১ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। বাকি ছিল আরো ৪৬ বল।

পাকিস্তানের হয়ে রান তাড়া করতে নেমে দারুণ শুরু করেন দুই ওপেনার মুনিবা আলী ও সিদরা আমিন। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৪৯ রান। ব্যক্তিগত ১৪ রানে মুনিবা ফিরলেও পাকিস্তানের সহজ জয়ের পথে তা বাঁধা হয়ে দাঁড়ায়নি।

সিদরাকে সঙ্গে নিয়ে বাকি পথ সহজেই পাড়ি দেন অধিনায়ক বিসমাহ মারুফ। শেষ পর্যন্ত দুজন অপরাজিত ছিলেন যথাক্রমে ৩৬ ও ১২ রানে। বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি শিকার করেছেন সালমা খাতুন।

এর আগে সিলেট স্টেডিয়ামে আগের রাতে বৃষ্টি হওয়ায় আউটফিল্ড ছিল ভেজা। এ অবস্থায় টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বিসমাহ মারুফ। ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। জাহানারার পরিবর্তে খেলছেন লতা মণ্ডল।

ভেজা উইকেটে বাংলাদেশের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। ইনিংসের প্রথম ২৫ বলে স্কোরবোর্ডে আসে মাত্র ৩ রান, সেই সঙ্গে হারাতে হয় তিনটি উইকেট। শামীমা সুলতানা, ফারজানা হক ও রুমানা আহমেদ প্রত্যেকেই মাত্র ১ রানে আউট হন।

এমন শুরুর পর দলের হাল ধরেন নিগার সুলতানা জ্যোতি ও লতা মন্ডল। দুজনের ২৪ রানের জুটিতে বিপর্যয় সামাল দেয় টাইগ্রেসরা। লতা ১২ রানে ফেরার পর ১৭ রান করে সাজঘরে ফেরেন জ্যোতিও। সোবহানা মোস্তারি ও রিতু মনি দ্রুত ফিরলে আরো বিপদে পড়ে বাংলাদেশ।

এরই মাঝে বৃষ্টির হানায় কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। বৃষ্টি থামলে বাকি থাকা ১৫ বলে আসে ১২ রান। যেখানে বড় অবদান ছিল সালমা খাতুনের। দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করে অপরাজিত থাকেন তিনি। আর কেউই বলার মতো স্কোর পাননি।

পাকিস্তানের হয়ে ডায়ানা বাইগ ও নিদা দার দুটি করে এবং সাদিয়া ইকবাল ও উমাইমা সোহাইল একটি করে উইকেট শিকার করেন।

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.