রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৩:৪২ pm
শহিদুল ইসলাম, (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবুকে গণ-উপদ্রব দণ্ডবিধির ১৬০ এর ২৯১ ধারায় ৫ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করেছেন। মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন এ অর্থদণ্ড প্রদান করেন।
সোমবার ৩ অক্টোবর দুপুর ১ টার দিকে নাচোল বাসস্ট্যান্ড এলাকায় সড়ক সংলগ্ন তার নিজস্ব মার্কেট তৈরি নির্মাণের বিভিন্ন সামগ্রী ইট, বালি ও খোয়া সড়কের উপর রাখায় পথচারী সহ যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি দেখা দেয়।
বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সেগুলো সরিয়ে নেওয়ার জন্য সতর্কীকরণ নোটিশ দেয়। কিন্তু সরকারি নির্দেশ অমান্য করার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করে ইউএনওর আদালত।
একই অভিযোগের প্রেক্ষিতে ব্যবসায়ী এহসেশামসুর রহমান ডলারকে ৫ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয় এবং আগামীতে সড়কের প্রতিবন্ধকতা সৃষ্টি করে কোন উপকরণ না রাখার জন্য পুনরায় সতর্কীকরণ করা হয়েছে। আজকের তানোর