নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভায় সামাজিক ও সম্প্রীতি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩ অক্টোবর সকাল ১০ টায় পৌর মিলনায়তনে কমিটির সভাপতি পৌরমেয়র আব্দুর রশিদ ঝালুখান এতে সভাপতিত্ব করেন। কমিটির সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা খাইরুল হক, মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মতিউর রহমান ও নাচোল সরকারি কলেজের প্রভাষক আজিজুল হক।
মেয়র আব্দুর রশিদ ঝালুখান বলেন, এ কমিটি পৌরসভা এবং ওয়ার্ড সমূহে সম্প্রীতির সমাবেশ উদ্বুদ্ধকরণ সভা জনসচেতন মূলক কার্যক্রম গ্রহণের মাধ্যমে বিদ্যমান আন্ত ধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখাসহ অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নিতে সর্বদা সচেষ্ট থকবে।
এছাড়াও সকল ধর্মীয় উৎসব যথাযথ ভাব গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মাধ্যমে উদযাপনের পরিবেশনকে অক্ষুন্ন রাখতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। তিনি পৌর কমিটির দৃষ্টি আকর্ষণ করে আরো বলেন, নাচোল পৌর এলাকায় সামাজিক- সম্প্রীতি অক্ষুন্ন রাখতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। আজকের তানোর