শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৯:১৯ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের রাজশাহী অফিসের স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক তানজিমুল হকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তানোর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকবৃন্দ।
আজ (২ অক্টোবর) রোববার দুপুরে নগরীর টুলটুলি পাড়ায় বায়োহার্বস আয়ুর্বেদিকের মূল ফটকের সামনে হামলার ঘটনা ঘটে। এমন নেক্কার জনক হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রোববার সন্ধ্যায় গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠান তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, (প্রতিষ্ঠাতা সভাপতি) আশরাফুল ইসলাম রনজু, সহসভাপতি ইমরান হোসাইন, লুৎফর রহমান, আশরাফুল আলম, মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক টিপু সুলতান, যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু, জুয়েল মাহবুব, কোষাধ্যক্ষ সোহেল রানা, দপ্তর সম্পাদক ওবাইদুর রহমান সুজন ও কার্যনির্বাহী কমিটির আজীবন সদস্য শরিফুল ইসলাম, ওমর ফারুক ছাড়াও প্রতিষ্ঠাতা পত্রিকা এজেন্ট আব্দুল মান্নান ও প্রেসক্লাবের অফিস সহায়ক সেতাউর রহমান।
প্রতিবাদলিপিতে বলা হয়, এধরনের হামলায় সাংবাদিকদের প্রতিবাদ করা থেকে বিরত রাখতে পারবে না কেউ। সাংবাদিকরা সব সময় অন্যায়ের প্রতিবাদ করবে। দ্রুততম সময়ের মধ্যে অন্যান্য হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি আহব্বান জানানো হয়।
প্রসঙ্গ, নগরীর টুলটুলি পাড়ায় ঘনবসতিপূর্ণ এলাকায় ছোট একটি রাস্তার পাশে বায়োহার্বস আয়ুর্বেদিকের কারখানা গড়ে উঠে। ওই কারখানায় প্রতিদিন কোম্পানির ৫ থেকে ৭টা গাড়ী রাস্তার উপরে রেখে তারা মালামাল উঠা-নামানোর কাজ করে। এতে করে যাতায়াতের ক্ষেত্রে এলাকাবাসী ভোগান্তিতে পড়েন।
এমন সংবাদ সংগ্রহে রোববার বেলা দুপুর ১২ টার দিকে সাংবাদিক তানজিমুল হক কাজে বের হওয়ার সময় বায়োহার্বস আয়ুর্বেদিকের মূল ফটকের সামনে তাদের গাড়ী থাকায় আটকে পড়েন তিনি। এ সময় গাড়ী সড়ানোর ব্যাপারে বলা হলে বায়োহার্বস আয়ুর্বেদিকের কর্মকর্তা-কর্মচারীরা সাংবাদিকের ওপর চড়াও হন। পরে মারধরের পাশাপাশি সাংবাদিকের গাড়ী ভাংচুর করে তারা।
এ ঘটনায় তানজিমুল হক নিজে বাদী হয়ে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় ৫ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ১২ থেকে ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে হারবাল কোম্পানির ৪ জন কর্মচারীকে গ্রেপ্তার করে পুলিশ। খবর পেয়ে উক্ত প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় তারা প্রতিষ্ঠানের নানা অনিয়মের অভিযোগে দুই লক্ষ টাকা জরিমানা করেন। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ছয় মাসের জন্য সিলগালা করা হয়। আজকের তানোর