রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৫১ pm
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় `পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা প্রতিপাদ্যকে’ সামনে রেখে বাংলাদেশ প্রবীণি হিতৈষী সংঘ নাচোল উপজেলা শাখার উদ্যোগে ৩২ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এলক্ষ্যে শনিবার ১ অক্টোবর সকাল সাড়ে ৯ টায় নাচোল মধ্যবাজার থেকে প্রবীণদের অংশগ্রহণে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে নাচোল প্রবীণ হিতৈষী শাখার সভাপতি আলহাজ্ব তরিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন, নাচোল পৌরমেয়র আব্দুর রশিদ ঝালু খান, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মতিউর রহমান।
এতে অন্যানের মাঝে বক্তব্য দেন, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব মোজাম্মেল হক মন্টু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, প্রবীণ হিতৈষী সংঘের নাচোল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ বটু। আজকের তানোর