শুক্রবার, ২০ েপ্টেম্বর ২০২৪, সময় : ০২:৪০ pm

সংবাদ শিরোনাম ::
দুদকের তালিকায় ১০০ ব্যক্তির সম্পদের পাহাড় গড়েছেন যারা আ.লীগ ১৪ দলীয় জোটের নেতা ও মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে ৭৫০ মামলা ঢাবিতে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিখোঁজের সাতবছর পর ছেলেকে ফিরে পেলেন উচ্ছ্বসিত মা তানোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিকের সাবেক কাউন্সিলর মনসুরের মুক্তির দাবিতে মানববন্ধন সেই রুবেল আরও ৭ দিনের রিমান্ডে সিলেবাস সংক্ষিতের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ শেষে সমাবেশ পবায় উপজেলা প্রশাসনে ও কাটাখালি পৌরসভায় ভোগান্তি চিত্র নায়িকা পরীমণি পালন করলেন ‘বিবাহ বিচ্ছেদ’ দিন এক দফা দাবিতে রাজশাহীতে নার্সদের মিছিল শেষে মানববন্ধন প্রিয় নবী মুহাম্মদ (সা.) বিশ্ববাসীর জন্য রহমত : দুধরচকী রাজশাহীতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ডলার সংকটে বাংলাদেশকে সার দিচ্ছে না সরবরাহকারীরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারিক ক্ষমতা পেলো সেনাবাহিনী আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ বাগমারায় অধ্যক্ষ ও সভাপতির অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজনৈতিক দল গঠনের বিষয়টি গুজব : আসিফ মাহমুদ একদিনের জন্য শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা রাজশাহী আসছেন আজ
পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের ৮ উইকেট জয়

পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের ৮ উইকেট জয়

ক্রীড়া ডেস্ক : শুরু থেকে শেষ পর্যন্ত খেলে দারুণ এক ইনিংসে পাকিস্তানকে লড়াইয়ের পুঁজি এনে দিলেন বাবর আজম। কিন্তু দলটির বোলাররা ন্যূনতম লড়াইও করতে পারল না। ব্যাটকে তরবারি বানিয়ে তাদের স্রেফ কচুকাটা করলেন ফিল সল্ট। তার বিস্ফোরক ইনিংসে অনায়াস জয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড।

লাহোরে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ষষ্ঠ টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের জয় ৮ উইকেটে। ১৭০ রানের লক্ষ্য ইংলিশরা পেরিয়ে যায় ৩৩ বল হাতে রেখে। এই সংস্করণে ১৭০ বা এর বেশি রানের লক্ষ্য তাড়ায় বল হাতে রেখে দ্বিতীয় বড় জয় এটি। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সিলেটে আয়ারল্যান্ডের ১৮৯ রান ৬ উইকেট ও ৩৭ বল হাতে রেখে পেরিয়ে গিয়েছিল নেদারল্যান্ডস।

সাত ম্যাচের সিরিজে এখন ৩-৩ সমতা। একই মাঠে আগামী রোববার শেষ ম্যাচটা তাই অলিখিত ‘ফাইনাল’।  ৫৯ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৮৭ রানের অপরাজিত ইনিংস খেলেন পাকিস্তান অধিনায়ক বাবর। তাকে ছাপিয়ে ৪১ বলে ৮৮ রানের অপরাজিত ইনিংসে ম্যাচের সেরা সল্ট। এই ওপেনারের ক্যারিয়ার সেরা ইনিংসটি গড়া ১৩ চার ও ৩ ছক্কায়। আগের ম্যাচে পিঠে সমস্যা অনুভব করা কিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানকে এ দিন বিশ্রাম দেয় পাকিস্তান। বাইরে রাখা হয় পেসার হারিস রউফকেও।

টস হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের শুরুটা ভালো ছিল না। অভিষিক্ত মোহাম্মদ হারিস ছক্কায় রানের খাতা খোলার পর আদিল রশিদকে ক্যাচ অনুশীলন করিয়ে বিদায় নেন ৭ রান করে। তিন নম্বরে নেমে শূন্য রানে ফেরেন শান মাসুদ।  ১৫ রানে ২ উইকেট হারানো দলকে এগিয়ে নেন বাবর ও হায়দার আলি। তৃতীয় উইকেটে দুজনে গড়েন ৩২ বলে ৪৭ রানের জুটি। ১৪ বলে একটি করে চার-ছক্কায় হায়দার করেন ১৮ রান। রানের গতিতে দম দেন এরপর ইফতিখার আহমেদ। ২টি করে চার ও ছক্কায় ২১ বলে তিনি করেন ৩১ রান।

৪১ বলে ফিফটি করে এগিয়ে যান বাবর। রিচার্ড গ্লিসনকে ছক্কায় উড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম তিন হাজার রানের রেকর্ডে বিরাট কোহলির পাশে বসেন তিনি, ৮১ ইনিংসে।  রিস টপলির শেষ ওভারে পাকিস্তান তোলে ২০ রান। প্রথম দুই বলে চার-ছক্কা মারেন বাবর। পঞ্চম বলে ছক্কা মেরে শেষ বলে আউট হন মোহাম্মদ নাওয়াজ।  ৪ ওভারে ২৬ রানে ২ উইকেট নিয়ে ইংল্যান্ডের সফলতম বোলার স্যাম কারান।

রান তাড়ায় অ্যালেক্স হেলস ও সল্টের ব্যাটে উড়ন্ত সূচনা পায় ইংল্যান্ড। নাওয়াজের করা ইনিংসের প্রথম বলে চার মেরে শুরু করেন সল্ট, এক বল পর আরেকটি। পরের ওভারে ঝড় বয়ে যায় শাহনাওয়াজ দাহানির ওপর দিয়ে। দুই ওপেনারই মারেন একটি করে চার ও ছক্কা। ওভারে আসে ২২ রান। পরের ওভারে মোহাম্মদ ওয়াসিমকে টানা তিনটি চার মারেন হেলস। তিন ওভারেই ইংল্যান্ডের রান স্পর্শ করে পঞ্চাশ। পরের ওভারে হেলস বিদায় নেন ১২ বলে ২৭ রান করে। পঞ্চম ওভারে নাওয়াজকে তিনটি চারের সঙ্গে একটি ছক্কা মারেন সল্ট।  পাওয়ার প্লের ৬ ওভারে ইংল্যান্ডের রান ছিল ১ উইকেটে ৮২।

Ridim City

সল্ট ফিফটি তুলে নেন ১৯ বলে। ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যানের যা তৃতীয় দ্রুততম। দ্বিতীয় উইকেটে দাভিদ মালানের সঙ্গে তিনি ৭৩ রানের জুটি গড়েন স্রেফ ৩৪ বলে। মালান ১৮ বলে ৫ চারে ২৬ রান করে এলবিডব্লিউ হন শাদাব খানের বলে। বেন ডাকেটের সঙ্গে অবিচ্ছিন্ন ৪২ রানের জুটিতে বাকিটা সারেন সল্ট। ১৬ বলে ৪টি চারে ২৬ রানে অপরাজিত থাকেন ডাকেট।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ২০ ওভারে ১৬৯/৬ (বাবর ৮৭*, হারিস ৭, মাসুদ ০, হায়দার ১৮, ইফতিখার ৩১, আসিফ ৯, নাওয়াজ ১২*; টপলি ৪-০-৩১-১, উইলি ৪-০-৩২-২, গ্লিসন ৪-০-৩৯-১, কারান ৪-০-২৬-২, রশিদ ৪-০-৩৮-০)

ইংল্যান্ড: ১৪.৩ ওভারে ১৭০/২ (সল্ট ৮৮*, হেলস ২৭, মালান ২৬, ডাকেট ২৬*; নাওয়াজ ৪-০-৪৩-০, দাহানি ২-০-৩৩-০, ওয়াসিম ২.৩-০-২৯-০, শাদাব ৪-০-৩৪-২, জামাল ২-০-৩০-০)

ফল: ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী

সিরিজ: ৭ ম্যাচের সিরিজে প্রথম ছয় ম্যাচের পর ৩-৩ সমতা, ম্যান অব দা ম্যাচ: ফিল সল্ট। সূত্র : প্রবাসী বাংলা টিভি

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.