মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৫:২০ pm
বিশ্বজিৎ চৌধুরী, তানোর :
রাজশাহীর তানোরে শিবনদীর বুরুজ ঘাটে ব্রীজের নিচে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে জামাল হোসেন (৪২) নামে একব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি তানোর পৌর এলাকার বুরুজ মহল্লায়। তিনি ওই মহল্লার মৃত সমতুল্লার পুত্র। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শিবনদীর বুরুজ ঘাটে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা গেছে, জামাল প্রতিদিনের মতো বুধবার পাতানো কারেন্ট জাল দেখতে শিবনদীতে যায়। বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ আকাশ মেঘাছন্ন ও ঝড়বৃষ্টি শুরু হলে ব্রীজের তলে অবস্থান নেয় জামাল। এ সময় বজ্রপাতে নদীতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই জামাল মারা যায়। পরে স্থানীয়রা সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।
বিষয়টি নিশ্চিত করে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, ঘটনাটি নিয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৃতের লাশ উদ্ধার করে আত্মীয়-স্বজনসহ স্থানীয়রা দাফনের ব্যবস্থা করেন বলে জানান ওসি। আজকের তানোর