রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৫:২৭ pm
ডেস্ক রির্পোট : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বামীর বটির কোপে স্ত্রী রিনা (৩০) বেগমের মৃত্যু হয়েছেন। রোববার সাড়ে ৭টার দিকে উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিনা ওই গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।
স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরে স্বামী মনিরুলের সঙ্গে স্ত্রী রিনার ঝগড়া লেগেই থাকতো। বিকেল ৫টার দিকে তাদের মধ্যে বাকবিতন্ড হয়। এক পর্যায়ে পাশে থাকা একটি বটি দিয়ে রিনার পেটে ও মাথায় আঘাত করে স্বামী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনোয়ার রফিক বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে রিনাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, এ ঘটনায় অভিযুক্ত মনিরুলকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজকের তানোর