রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৩:২১ pm
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গ্রামীন সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা সুবিধার জন্য মেহেরজান মেমোরিয়ল মেডিকেয়ারের আয়োজনে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিনে ডাক্তারখানা ও ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৪টায় নাচোল হাসপাতাল গেইটের দক্ষিনে আলহাজ্ব আব্দুর রশিদ বিশ্বাসের ভবনে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের এতে সভাপতিত্ব করেন।
এসময় ডাক্তারখানা ও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন পরবর্তী অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আসলামুদ্দৌলা। স্বাগত বক্তব্য রাখেন, মেহেরজান মেমোরিয়াল মেডিকেয়ারের চিকিৎসক ডা: আসাদুর রহমান বিপ্লব।
এতে আরও বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ডাঃ আসাদুর রহমানের পিতা এ্যাডভোকেট আতাউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্যে এ্যাডভোকেট আতাউর রহমান বলেন, তাঁর মৃত মায়ের নামে গ্রামীন সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসার জন্য তাঁর ছেলে ডাঃ আসাদুর রহমান বিপ্লব এই অঞ্চলে চিকিৎসাসেবা পৌঁছে দিতে চান। এজন্য তিনি এই ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন।আজকের তানোর