শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১২:১৭ am
ডেস্ক রির্পোট : প্রশ্নফাঁসের কারণে দিনাজপুর শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া চার বিষয়ের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১০ থেকে ১৫ অক্টোবরের মধ্যে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলাম দৈনিক বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ সংক্রান্ত রুটিন ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে।
নতুন রুটিন অনুযায়ী, স্থগিত হওয়া গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর, কৃষি বিজ্ঞান হবে ১১ অক্টোবর, ১৩ অক্টোবর রসায়ন এবং ১৫ অক্টোবর পদার্থ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ১৬ থেকে ২০ অক্টোবরের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। যা আগে ছিল ১০ থেকে ১৫ অক্টোবর।
এই বিষয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলাম বলেন, ‘স্থগিত হওয়া চার বিষয়ের পরীক্ষার নতুন সময়সূচী প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে প্রশ্ন ফাঁসের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পুলিশের পাশাপাশি বোর্ড থেকেও তদন্ত করা হচ্ছে।’
দিনাজপুর বোর্ডের অধীনে কুড়িগ্রামের ভুরুঙ্গামারি উপজেলার একটি কেন্দ্রে কেন্দ্র সচিবের সহায়তায় এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়। খবর পেয়ে ওই কেন্দ্র সচিবের কক্ষ থেকে আরও পাঁচটি পরীক্ষার প্রশ্নপত্রের মুখ খোলা প্যাকেট উদ্ধার করা হয়। প্রশ্ন ফাঁস হওয়ায় গত ২১ সেপ্টেম্বর দিনাজপুর বোর্ডের গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন ও কৃষি বিজ্ঞান বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তবে ঘটনার এক দিন না পেরোতেই স্থগিত হওয়া চার বিষয়ের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। সূত্র : দৈনিক বাংলা