রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৫:২৫ am
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া-যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তপ্ত ও তীক্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই বুধবার একসঙ্গে মহাকাশে গেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নভোচারীরা। খবর সিএনএনের। কাজাখস্তানের মহাকাশ ঘাঁটি থেকে রাশিয়ার ক্যাপসুলে করে বুধবার মহাকাশের উদ্দেশ্যে রওনা দেন নাসার আমেরিকান নভোচারী ফ্রাঙ্ক রুবিও, রাশিয়ার দুই নভোচারী সের্গেই প্রোকোয়েভ এবং দিমিত্রি পেতেলিন। তারা ছয়মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন।
এ তিন নভোচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউরোপের অন্যান্য নভোচারীদের সঙ্গে যোগ দেবেন। মহাকাশ স্টেশনে ২০০০ সাল থেকে অব্যাহতভাবে নভোচারীরা অবস্থান করছেন।
স্টেশনের রক্ষণাবেক্ষণ ও গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য যেন পর্যাপ্ত কর্মী থাকে সেজন্য রোটেশন পদ্ধতিতে সেখানে নভোচারীরা অবস্থান করেন।
এদিকে গত জুলাইয়ে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয় তারা মহাকাশে নিজস্ব স্টেশন তৈরি করবে। ২০২৪ সাল থেকে নাসা ও বিশ্বের অন্যন্য মহাকাশ সংস্থার সঙ্গে সম্পর্ক শেষ করার ঘোষণা দেয় দেশটি। সূত্র : সিএনএন