শনিবর, ১৪ েপ্টেম্বর ২০২৪, সময় : ০২:৫৯ am
শাকিল আহমেদ, নিজস্ব প্রতিবেদক :
সবাইকে ছেড়ে পরপারে চলে গেলেন শিক্ষাবিদ আব্দুর রহমান। তার মৃত্যুতে শোকাহত পরিবার ও সুশীল সমাজ। বাধ্যক্কজনিত কারণে নিজ বাসভবনে আজ (২৭ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৩টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্নালিল্লাহে…….রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন পরিষদ এলাকার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা তিনি। তার সুযোগ্য পুত্র ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মতিন। মরহুম আব্দুর রহমান পেশায় প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার (এটিও) ছিলেন। বর্তমানে অবসরপ্রাপ্ত। মৃত্যুর সময় স্ত্রী রোকিয়া খাতুন সহ চার পুত্র ও দুই মেয়ে ছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ও তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না।
এমন একজন শিক্ষাবিদ মানুষের মৃত্যুতে তার পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহভাপতি খাদেকুন্নবী বাবু চৌধুরীসহ উপজেলা যুবলীগ ও শ্রমিকলীগ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মরহুমের জানাযা আজ শনিবার রাত ৯টায় অনুষ্ঠিত হবে।