বুধবা, ০৯ অক্টোব ২০২৪, সময় : ১২:১৯ am

সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন রাজশাহীতে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ৩ নগরীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১৪ পাঁচ দফা দাবিতে হালকাযান চালক-শ্রমিকদের নগরীতে মানববন্ধন কোরআন ও হাদীসের আলোকে গীবত বা পরনিন্দা মহাপাপ : দুধরচকী রাকাবের আওয়ামীপন্থী শীর্ষ দুই নেতা বিএনপিপন্থী হওয়ার চেষ্টায় মরিয়া তানোরে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে আয়েশ উদ্দিন সভাপতি ও মতিউল সম্পাদক নির্বাচিত রাজশাহী চেম্বারের পরিচালনা পরিষদ ভেঙে নির্বাচন দাবি তানোরে বজ্রপাতে আদিবাসী কৃষকের মৃত্যু ফেসবুকে প্রেমের টানে ফিলিপাইনের দুই তরুণী তানোরে তৃতীয় বারের মতো জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধনে সেরা রাসিক রাজশাহী বিভাগের সব মণ্ডপ পাহারা দেবে বিএনপি রেলওয়ের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন চারশ বছরের পুরনো দুর্গাপুরের মারিয়া মসজিদ বিএমডিএর নতুন চেয়ারম্যান আসাদুজ্জামানকে সংবর্ধনা নাচোলে কিশোরকন্ঠ কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত দুর্গাপুরে বিনামূল্যে দেওয়া হচ্ছে ছাগল-ভেড়ার পিপিআর রোগের টিকা বগুড়ার জেলা ছাত্রলীগের সভাপতি সজীব রাজশাহীতে গ্রেপ্তার গোদাগাড়ীতে এক সিরিঞ্জে একাধিক ছাগল-ভেড়ার টিকা ভরা মৌসুমে মধ্যবিত্তের পাতে ইলিশ নেই কেন? গেলো কই
নজর কাড়লেন তানভির

নজর কাড়লেন তানভির

দুর্দান্ত পারফরম্যান্সে মাঠে উপস্থিত প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের নজর কাড়লেন তানভির ইসলাম। প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ার সেরা বোলিংয়ে নিলেন ৫ উইকেট। বাঁ হাতি স্পিনে গুঁড়িয়ে দিলেন আয়ারল্যান্ড ‘এ’ দলকে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে একমাত্র চার দিনের ম্যাচের প্রথম দিন আইরিশ ‘এ’ দলকে ১৫১ রানে গুটিয়ে দিয়ে ব্যাটিং করছে বাংলাদেশ ইমার্জিং দল।

তানজিদ হাসান তামিমকে হারিয়ে স্বাগতিকরা দিন শেষ করেছে ৮১ রান নিয়ে। সাইফ হাসান ২২ ও মাহমুদুল হাসান জয় ১৮ রানে ব্যাট করছেন। ‘উলভস’ নামে পরিচিত আয়ারল্যান্ড ‘এ’ দলকে দেড়শ পেরুতেই থামিয়ে দেওয়ার মূল কারিগর তানভির। ৫৫ রানে নেন ৫ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে বাঁহাতি এই স্পিনারের আগের সেরা ৪/২৯।

বল হাতে অবদান আছে পেসার এবাদত হোসেন ও অধিনায়ক সাইফেরও। দুই জনেরই প্রাপ্তি দুটি করে উইকেট। খালেদ আহমেদও বেশ ভালো করেছেন; ১৫ ওভারে ২০ রান দিয়ে নিয়েছেন এক উইকেট। তবে লেগ স্পিনার রিশাদ হোসেন খুব একটা সুবিধা করতে পারেননি। বোলিং করেছেন ৮ ওভার। ২০ রান দিয়ে উইকেটশূন্য। টস জিতে শুক্রবার ব্যাটিংয়ে নামা সফরকারীরা শুরুটা ভালোই করেছিল।

তাদের উদ্বোধনী জুটি ভাঙে ১৫তম ওভারে। জেমস ম্যাককলামকে এলবিডব্লিউ করেন তানভির। এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। মাঝে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষিক্ত কার্টিস ক্যাম্পার ও লর্কান টাকার পঞ্চম উইকেটে দলের হাল ধরেন কিছুক্ষণ। অফ স্পিনে টাকারকে ফিরিয়ে তাদের ৪৯ রানের প্রতিরোধ ভাঙেন সাইফ। পরে তিনি ফেরান উলভসের সর্বোচ্চ ৩৮ রান করা ক্যাম্পারকেও।

গ্রাহাম হুমেকে ফিরিয়ে আইরিশদের ইনিংসের ইতি টানেন তানভির, সঙ্গে পূর্ণ করেন ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট। ব্যাটিংয়ে নেমেই আক্রমণ শুরু করেন তানজিদ। হুমের করা ইনিংসের চতুর্থ ওভারে ৪টি চার মারেন বাঁহাতি এই ব্যাটসম্যান। একই বোলারের পরের ওভারে আবারও হাঁকান দুটি বাউন্ডারি। তানজিদকে থামান টেক্টর। ৩৯ বলে ৮ চারে ৪১ রান করে ফেরেন এই ওপেনার।

ভাঙে সাইফের সঙ্গে তার ৫০ রানের উদ্বোধনী জুটি। আরেক প্রান্তে অধিনায়ক সাইফ খেলতে থাকেন দেখেশুনে। অভিষিক্ত মাহমুদুলও দলকে আর বিপদে পড়তে দেননি। অবিচ্ছিন্ন থেকে মাঠ ছাড়েন দুইজন।

সংক্ষিপ্ত স্কোর: আয়ারল্যান্ড এ দল ১ম ইনিংস: ৬৭ ওভারে ১৫১ (ম্যাককলাম ১৯, ললোর ১৩, ডোহেনি ১৪, টেক্টর ০, ক্যাম্পার ৩৮, টাকার ২০, অ্যাডায়ার ৯, ডেলানি ৫, হুমে ১০, গার্থ ০, চেইস ১৪*; খালেদ ১৫-৫-২০-১, এবাদত ১৪-৪-৩২-২, তানভির ২৩-৮-৫৫-৫, রিশাদ ৮-১-২০-০, সাইফ ৭-২-১৫-২)।

বাংলাদেশ ইমার্জিং দল ১ম ইনিংস: ২৩ ওভারে ৮১/১ (সাইফ ২২*, তানজিদ ৪১, মাহমুদুল ১৮*; অ্যাডায়ার ৫-৪-৫-০, হুমে ৩-০-৩৫-০, টেক্টর ৮-১-২৪-১, চেইস ৪-২-৯-০, গার্থ ৩-০-৮-০)। সূত্র : এফএনএস। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.