বুধবা, ২৭ নভেম্বর ২০২৪, সময় : ০৫:৪০ am
নিজস্ব প্রতিবেদক : সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আমাদের দেশে শারদীয় দুর্গাপূজা উৎসব পালিত হয়ে থাকে। রাজশাহীতে বিগত সময়ের মত এ বছরও সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপন নিশ্চিত করণে জেলা পুলিশে সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। রাজশাহী জেলা পুলিশের আয়োজনে পুলিশ অফিসের সম্মেলন কক্ষ হল অব ইউনিটিতে শারদীয় দুর্গাপূজা-২০২২ উদযাপন উপলক্ষে নিরাপত্তা বিষয়ক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন রাজশাহী জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার)। আজ (১৭ সেপ্টম্বর) শনিবার সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তিনি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের রাজশাহীর ট্রাস্টি শ্রী তপন কুমার সেন, রাজশাহী জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী অম্বর কুমার সরকার, সেক্রেটারি কাঞ্চন রায় চৌধুরী ও রাজশাহী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সেক্রেটারি শ্রী অশিত কুমার ঘোষ।
এসময় জেলা পুলিশের অন্যান্য সিনিয়র কর্মকর্তাবৃন্দ, ৮টি থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা ও পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি-সেক্রেটারিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবকে কিভাবে আরো বেশি সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে উদযাপন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
উপস্থিত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের মতামত প্রদান করেন। পুলিশ সুপার মহোদয় উপস্থিত সকলকে আসন্ন শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
এসময় তার বক্তব্যে তিনি আরও বলেন, রাজশাহীতে বিগত সময়ের মত এ বছরও সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপন নিশ্চিত করণে জেলা পুলিশে সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। পরে তিনি উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন। আজকের তানোর