শনিবর, ১৪ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৪:৫১ am
মাহাবুর মোল্লা, তানোর সংবাদদাতা :
চলতি মৌসুমে রাজশাহীর তানোরে বেশ কয়েকটি কোল্ড স্টোরে আলু সংরক্ষণ উদ্বোধন শুরু হয়েছে। এ উপলক্ষে আজ (২৬ ফেব্রুয়ারী) শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কালিগঞ্জহাট নামক স্থানে অবস্থিত তামান্না পটেটো কোল্ড স্টোরে আলু সংরক্ষণ উদ্বোধন করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামান্না গ্রুপের চেয়ারম্যান আবুল হোসেন। এসময় তামান্না পটেটো কোল্ড ষ্টোরেজের ব্যবস্থাপনা পরিচালক তাসনিম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ইমতিয়াজ আহমেদ, তানোর পৌরসভার নবনির্বাচিত মেয়র ইমরুল হক, মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান, তানোর থানার এসআই ইব্রাহিম হোসেন ও বিশিষ্ট আইনজীবি কেএম ইলিয়াস হোসেন।
এসময় বিশিষ্ট সাংবাদিক প্রভাষক মফিক উদ্দীনের উপস্থাপনায় উপস্থিত ছিলন তানোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তাফিজুর রহমান বাবু, তামান্না গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তামিম ও তানভির ছাড়াও বিভিন্ন এলাকার আলু চাষিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আজকের তানোর