বুধবা, ০৪ িসেম্র ২০২৪, সময় : ০২:৪৫ pm
জাকির হোসেন, টুটুল :
এবার আবুল বাশার সুজনকে তানোর পৌরসভা আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী করা হলে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত বলে তিনি মনে করছেন বলে জানান। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক ও তরুণ প্রজন্মের নেতা আবুল বাসার সুজন বলেন, আমি উন্নয়ন বঞ্চিত অবহেলিত নিপিড়ীত পৌরবাসীর অধিকার ফিরিয়ে আনতে পৌরবাসীর পাশে দাঁড়িয়েছি।
আমি মেয়র নির্বাচিত হলে সর্ব প্রথম পৌরবাসীকে সঙ্গে নিয়ে পৌরবাসীর সমস্যা নিরসনে যা যা করনীয় সেইদিকে নজর দিয়ে আগে কাজ করবো। এছাড়াও দল থেকে যাকেই মনোনয়ন দিবে আমি তার পক্ষে সর্বোচ্চ ভূমিকা রেখে ভোট করবো বলে তিনি জানান।