রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৩৫ am
আন্তর্জাতিক ডেস্ক : ট্রেনের জানালা দিয়ে মোবাইল ফোন চুরির চেষ্টাকালে এক যুবককে আটক করেন যাত্রীরা। শুধু আটক করেই ওই যুবককে রেহাই দেননি তারা; ট্রেনের ভেতর থেকে ওই যুবকের হাত ধরে রাখেন তারা। এতে প্রায় ১০ কিলোমিটার ঝুলে যেতে হয়েছে ওই যুবককে। গত বুধবার ভারতের বিহারের বেগুসরাইয়ে এ ঘটনা ঘটে। খবর আনন্দবাজারের।
বেগুসরাই থেকে খাগারিয়া যাচ্ছিল ট্রেনটি। পথে সাহেবপুর কামাল স্টেশনে জানালা দিয়ে মোবাইল চুরির চেষ্টা করেন ওই যুবক। তখনই তার হাত চেপে ধরেন যাত্রীরা। এরপরই চলতে শুরু করে ট্রেন। এরপরও ওই যুবককে আর ছাড়েননি তারা।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, হাত যেন ছেড়ে দেওয়া না হয়, সে জন্য মিনতি করছেন যুবক। কেননা ছেড়ে দিলেই পড়ে গিয়ে দুর্ঘটনা নিশ্চিত।
তবে যাত্রীরা ওই যুবকের হাত ছাড়েননি। সাহেবপুর কামাল স্টেশন থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে খাগারিয়া পর্যন্ত এভাবেই ঝুলতে থাকেন সেই যুবক। শেষ পর্যন্ত তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল কিনা, তা জানা যায়নি। সূত্র : কালবেলা