মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ১০:১৮ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে এক স্কুল চলাকালিন সময়ে বজ্রপাতের ঘটনায় ৪ জন শিক্ষার্থী আহত হয়েছে। ঘটনা বৃহস্পতিবার সাড়ে ৩টার দিকে তানোর উপজেলার বাধাঁইড় ইউনিয়নের ঝিনাইখোর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে। খবর পেয়ে তানোর উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) ঘটনাস্থলে গিয়ে গুরুত্বর আহত ষষ্ঠ শ্রেণির ছাত্রী হাবিবা খাতুনকে (১৩) নিজ গাড়ি করে নিয়ে তানোর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে দেন।
অপরদিকে, আহত তিন জন হলেন, ষষ্ঠ শ্রেণির ছাত্রী জুই (১৩), নবম শ্রেণির ছাত্রী মাহাফুজা আকতার (১৫), অষ্টোম শ্রেণির ছাত্রী ইয়াসমিন খাতুন ইভাকে (১৪) প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরে জুই নামে আহত ওই ছাত্রী বাড়ি গিয়ে বেশি অসুস্থ্য হয়ে পড়লে তাকেও সন্ধ্যার পর তানোর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
উপজেলার ঝিনাইখোর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মতিউর রহমান বলেন, স্কুল চলাকালিন সময় বেলা সাড়ে ৩ টার দিকে হঠাৎ করে স্কুলের পাশে আম গাছে বজ্রপাত ঘটে। ঘটনাস্থলে বেশ কয়েকটি পাতিহাস পুড়ে হয়ে যায়। সেই সাথে আমাদের স্কুলের আহত ওই চারজন ছাত্রী বাহিরে ছিলো বজ্রপাতে তারা আহত হয়।
এব্যাপারে তানোর উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ বলেন, ঘটনাটি জানার পর, আমি ওই স্কুলে গিয়ে আহত এক ছাত্রীকে আমার গাড়িতে করে তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করে দেয়। পরে ওই ছাত্রীর বিষয়ে ডাক্তারদের সঙ্গে কথা বলে এসেছি বলে জানান ইউএনও। আজকের তানোর