শুক্রবার, ০৪ অক্টোব ২০২৪, সময় : ০৫:৫৪ am
বিনোদন ডেস্ক : অস্কারজয়ী গায়িকা লেডি গাগার দুটি কুকুর ছিনতাই হয়েছে। বুধবার রাতে কুকুরের ওয়াকারকে গুলি করে ছিনিয়ে নিয়েছে এক দুর্বৃত্ত। ফরাসী বুলডগগুলিকে ফেরত পেতে পাঁচ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছেন গাগা।
রয়টার্স জানায়, লেডি গাগার কুকুরের ওয়াকার রিয়ান ফিশার ফরাসি তিনটি বুলডগকে হাঁটাতে নিয়ে গেলে এক ব্যক্তি হঠাৎ গুলি চালায়। তারপর কোজি এবং গুস্তাভ নামের দুটি ফরাসী বুলডগকে ছিনতাই করে হলিউড বুলেভার্ডের দিকে পালিয়ে যায়। আরেকটি কুকুর মিস এশিয়া অবশ্য পালাতে পেরেছিল। পরে তাকে উদ্ধার করেছে পুলিশ।
ওয়াকার রিয়ানকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে এ গায়িকা তার নতুন মিউজিক ভিডিও বানাতে রোমে থাকলেও, বুলডগগুলো ছিল তার হলিউডের বাড়িতে।সূত্র ; এফএনএস। আজকের তানোর