মামলায় বিএমডিএর নির্বাহী পরিচালক ছাড়া অপর ছয় আসামি আজ হাইকোর্টে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন জানান। আদালতে তাঁদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া।
পরে হেলাল উদ্দিন মোল্লা বলেন, ছয় আসামির আগাম জামিন চেয়ে করা আবেদনটি উপস্থাপন করা হলে আদালত শুনবেন না জানিয়ে আবেদনটি ফেরত দিয়েছেন। এখন অন্য বেঞ্চে আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া বলেন, হাইকোর্ট ছয় আসামিকে আগাম জামিন দেননি। তাঁদের জামিন শুনানির জন্য আইনজীবী আরজি জানালে আদালত অনুমতি না দিয়ে সরাসরি আবেদনটি ফেরত দিয়েছেন। সূত্র : প্রথম আলো