রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৬:০০ am
আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের রানির পোশাকের মতো পোশাক পরায় এক নারীকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ এর মাধ্যমে রানিকে অপমান করেছেন তিনি। খবর বিবিসির।
তবে রানিকে বিদ্রূপ করার অভিযোগ অস্বীকার করেছেন সাজাপ্রাপ্ত ওই নারী। তার দাবি, তিনি রানিকে বিদ্রূপ করার জন্য নয়, বরং একটি ঐতিহ্যবাহী পোশাক হিসেবেই সেটি পড়েছিলেন।
থাইল্যান্ডে সমালোচিত একটি কুখ্যাত ও কঠোর আইন আছে। যার মাধ্যমে রাজ পরিবারের সদস্যদের সমালোচনা এবং বিদ্রূপ স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছে।
দেশটির ডানপন্থি দলগুলোর দাবি, থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালোংকর্ন ২০১৯ সালে সিংহাসনে আরোহণের পর থেকেই ‘লিজ ম্যাজেস্টি’ হিসেবে পরিচিত এই আইনের ব্যবহার করে আসছে কর্তৃত্ববাদী সরকার। দেশটির রাজার ক্ষমতা ও কর্তৃত্ব হ্রাসসহ ক্ষমতার সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনগুলোকে প্রতিহত করতে এই আইনের ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। সূত্র : বিবিসি