রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৮:৪৩ pm
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার এক পৌরসভা ও ৪টি ইউনিয়নের ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার রাসায়নিক সার ও মাসকলাই বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে এসব প্রনোদনার সার ও বীজ বিতরণ করা।
এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, বিশেষ অতিথি ছিলেন, পৌরমেয়র আব্দুর রশিদ ঝালুখান ও ভাইস চেয়ারম্যান প্রভাষক মশিউর রহমান।
এসময় উপজেলা কৃষি অফিসার বুলবুল আহম্মেদ বলেন, খরিফ-২, ২০২২-২৩ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার এক পৌরসভা ও ৪টি ইউনিয়নের ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিঘা প্রতি ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। আজকের তানোর