রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১২:৩৫ am
আন্তর্জাতিক ডেস্ক : ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর থেকে যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে ইসলামভীতি।দুই যুগেরও বেশি সময় ধরে মুসলিমরা পশ্চিমাদের এই ইসলামভীতির বিরুদ্ধে লড়ছেন। খবর ডেইলি সাবাহর।
কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্সের লসঅ্যাঞ্জেলেসের নির্বাহী পরিচালক হুসাম আয়লউশ বলেন, ৯/১১-এর পর থেকে যুক্তরাষ্ট্রে মুসলিমদের ওপর রাষ্ট্রীয় সংস্থা থেকে শুরু করে জাতি ও ধর্মবিদ্বেষী একশ্রেণির মানুষ অহেতুক মুসলিমদের দোষারোপ করে তাদের হেয়প্রতিপন্ন করে আসছেন।
আর এই শ্রেণির বর্ণবাদী মানুষকে উসকে দিচ্ছেন একশ্রেণির পশ্চিমা গণমাধ্যম। এসব গণমাধ্যম বরাবরই ৯/১১ হামলার জন্য মুসলিমদের দায়ী করে সংবাদ প্রকাশ করে আসছে।
এর ফলে সমাজে ঘৃণা-বিদ্বেষের শিকার হচ্ছেন নিরপরাধ মুসলিমরা। এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে লড়াই করছে কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স।
গত ২১ বছর ধরে এ ধরনের ঘৃণা-বিদ্বেষ দূর করতে যাচ্ছে এ মুসলিম সংস্থা।
এফবিআইয়ের তথ্যমতে, ২০০০ সালের তুলনায় ২০০১ সালে যুক্তরাষ্ট্রে ইমলামোফোবিয়া বৃদ্ধি পায় ১ হাজার ৬১৭ শতাংশ।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে মুসলিমরা সবচেয়ে বেশি ঘৃণা-বিদ্বেষের শিকার হন ২০০১ সালে; অর্থাৎ ৯/১১-এর বছর। তথ্যসূত্র : যুগান্তর