রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১২:৩২ pm
ডেস্ক রির্পোট : দেশবাসী বড় দুই দলের শাসন দেখেছে। জনগণ এখন পরিবর্তন চায়। বিএনপি-জামায়াত জোটের অপশাসন থেকে দেশকে রক্ষায় বাংলার মানুষ ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে। দেশের মানুষ এখন জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় দেখতে চায়।
রোববার ঢাকার নবাবগঞ্জের বধর্ণপাড়ায় অবস্থিত দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী, যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি দোহার উপজেলা জাতীয় পার্টির প্রতিনিধি সভায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন।
সাবেক প্রতিমন্ত্রী সালমা ইসলাম বলেন, বিগত সময়ে এ অঞ্চলের জনগণের ভোটে নির্বাচিত এমপি হিসেবে অসংখ্য গ্রামীণ স্থাপনা, ব্রিজ, সেতু, শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণ করেছিলাম। যার ফলে দোহার-নবাবগঞ্জের উন্নয়নের অগ্রযাত্রার সূচনা হয়েছিল। আমার স্বামী যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম যেকোনো প্রয়োজনে আপনাদের পাশে ছিলেন। আমিও তার মতো আপনাদের পাশে থেকে আপনাদের জন্য, এই এলাকার উন্নয়নের জন্য কাজ করতে চাই। এ সময় তিনি দলের সব নেতাকর্মীকে জনগণের পাশে থেকে কাজ করার আহবান জানান।
এদিন জাতীয় পার্টির প্রতিনিধি সম্মেলনে মহিউদ্দিন মাতবরকে সভাপতি, মিল্লাত হোসেনকে সাধারণ সম্পাদক ও আজিম হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে কুসমহাটি ইউনিয়ন; ফরিদ হোসেনকে সভাপতি, শামীম শিকদারকে সাধারণ সম্পাদক ও মোজাহার শেখকে সাংগঠনিক সম্পাদক করে মাহমুদপুর ইউনিয়ন; সাহাজউদ্দিনকে সভাপতি, হায়াত আলীকে সাধারণ সম্পাদক ও আব্দুল মালেককে সাংগঠনিক সম্পাদক করে নয়াবাড়ি ইউনিয়ন জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় পাটির নেতা খন্দকার নুরুল আনোয়ার বেলাল, মশিউর রহমান, ঢাকা জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, দোহার উপজেলা জাতীয় পার্টির নেতা ডা. আলাউদ্দিন আল আজাদ, হায়দার বেপারী, নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নেতা খলিলুর রহমানসহ জাতীয় পার্টি, যুব সংহতি, কৃষক পার্টি, ছাত্রসমাজ ও মহিলা পার্টির বিভিন্ন পর্যায়ের নেতারা। সূত্র : যুগান্তর