রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৭:৫১ pm
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নে সামাজিক ও সম্প্রীতির কমিটির আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার ৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪ টায় ফতেপুর ইউনিয়ন পরিষদের সামাজিক সম্প্রীতি কমিটির আয়োজনে পরিষদ চত্বরে কমিটির সভাপতি চেয়ারম্যান সাদির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাইমোনা শারমীন।
বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক মশিউর রহমান ও জান্নাতুন নাঈম।
উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি হলো নানা সম্প্রদায়ের মানুষের মধ্যকার সম্প্রীতি ও ভালোবাসা, আমাদের সমাজে বিভিন্ন ধর্ম, ভাষা ও জাতির বসবাস।
সমাজে বসবাসরত সব সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক ঐক্য, সংহতি ও সহযোগিতার মনোভাব নিয়ে বসবাস করলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। তিনি বলেন সব ধর্মেই সম্প্রীতির কথা আছে। ইসলাম ধর্মে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কথা বলা হয়েছে।
পবিত্র কোরআনে ও হাদিসে সম্প্রীতি বিনষ্ট কারীদের ব্যাপারে কঠোর শাস্তির কথা বলা হয়েছে। নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পূর্ণ সমাজ গঠনে যথাযথভাবে এগুলো অনুশীলনের আহ্বান জানান। ভ্রাতৃত্ববোধ মানুষের ত্যাগের মহিমায় উজ্জীবিত করে, মানুষের মধ্যে সহযোগিতা সহমর্মিতা গুণের বিকাশ ঘটায়।
এছাড়া সমাজে অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে সকলের সোচ্চার হতে হবে। এদেরকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের খবর দেয়ার জন্য অনুরোধ করেন। এক্ষেত্রে সংবাদকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, কমিটির সদস্য সচিব ও ইউনিয়ন পরিষদের সচিব আকবর আলী । সমাবেশে বিভিন্ন গ্রাম থেকে নারী ও পুরুষেরা অংশগ্রহণ করেন । আজকের তানোর