সমবার, ২৩ েপ্টেম্বর ২০২৪, সময় : ০১:৩১ pm

সংবাদ শিরোনাম ::
দেশের তিন জেলায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু ভারতীয় সঞ্চালন লাইনে নেপাল থেকে বিদ্যুৎ আনছে সরকার ট্রাইব্যুনাল গঠন ও ৮ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন নাচোলে গুজব প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠতি অনলাইনে সরব, মাঠে নীরব আ.লীগ তানোর প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা, প্রতিক বরাদ্দ ঢালাও মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে : আসিফ নজরুল মোহনপুরে আদর্শ শিক্ষক ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠিত মসজিদের বিশেষ আদব ও শিষ্টাচার : হাফিজ মাছুম আহমদ দুধরচকী মোহনপুরে আ.লীগের সভাপতি অ্যাডভোকেট সালাম গ্রেপ্তার, মিষ্টি বিতরণ দুদকের তালিকায় ১০০ ব্যক্তির সম্পদের পাহাড় গড়েছেন যারা আ.লীগ ১৪ দলীয় জোটের নেতা ও মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে ৭৫০ মামলা ঢাবিতে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিখোঁজের সাতবছর পর ছেলেকে ফিরে পেলেন উচ্ছ্বসিত মা তানোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিকের সাবেক কাউন্সিলর মনসুরের মুক্তির দাবিতে মানববন্ধন সেই রুবেল আরও ৭ দিনের রিমান্ডে সিলেবাস সংক্ষিতের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ শেষে সমাবেশ পবায় উপজেলা প্রশাসনে ও কাটাখালি পৌরসভায় ভোগান্তি চিত্র নায়িকা পরীমণি পালন করলেন ‘বিবাহ বিচ্ছেদ’ দিন
তালন্দ কলেজে হাইকোর্টের রিট উপেক্ষা করে নিয়োগ পরীক্ষার প্রজ্ঞাপন

তালন্দ কলেজে হাইকোর্টের রিট উপেক্ষা করে নিয়োগ পরীক্ষার প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোর পৌর এলাকার ঐতিহ্যবাহী তালন্দ ললিত মোহন ডিগ্রী কলেজে হাইকোর্টের রিট উপেক্ষা করে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে কর্মচারী নিয়োগ পরীক্ষার জন্য আবারো প্রজ্ঞাপন বা প্রার্থীদের প্রবেশপত্র প্রদান করা হয়েছে। সম্প্রতি (৭ সেপ্টেম্বর) বুধবার থেকে অত্র কলেজের অধ্যক্ষ বিষ্ণুপদ সরকার পিয়ন মাধ্যমে প্রার্থীদের এসব প্রবেশপত্র প্রদান করেন তিনি। অধ্যক্ষের এমন অনিয়ম-দূর্নীতির নিয়োগ বোর্ড স্থগিত চেয়ে তানোর পৌরসভার সাবেক কাউন্সিলর পিয়ারুল হক বাদী হয়ে আজ (৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক (ডিসি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

এর অনুলিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর দাখিল করা হয়।

অভিযোগ ও হাইকোর্টে রিটের পিটিশনের কাগজপত্র ঘেঁটে জানা গেছে, রাজশাহীর তানোর পৌর এলাকায় অবস্থিত তালন্দ ললিত মোহন ডিগ্রী কলেজ কমিটির সভাপতির দ্বারা প্রভাবিত হয়ে জ্যেষ্ঠ ওই দুইপদে নিয়োগ বিজ্ঞপ্তি জারী করেন অধ্যক্ষ। ওই বিজ্ঞপ্তি প্রকাশের পরে উপর মহলের হস্তক্ষেপে গত ৮ এপ্রিল নিয়োগবোর্ড স্থগিত করা হয়। কিন্তু অনিয়ম করে গোপনে কলেজের পকেট কমিটি গঠন করেন অধ্যক্ষ। এতে স্থানীয় সাবেক কাউন্সিলর পিয়ারুল হকের পক্ষে কমিটির বৈধতা চালেঞ্জ করে গত ৩রা আগস্ট অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল গোফরান দুলাল বাদী হয়ে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। যার নম্বর- ৮৪৩২/২০২২। পরে গত ৭ আগস্ট শুনানি শেষে বিচারপতি মো. মজিবর রহমান মিয়া ও কাজী মো. এজারুল আকন্দর দ্বৈত বেঞ্জ আগামী ৬০ দিনের মধ্যে কলেজ কমিটিকে জবাব দাখিলের নির্দেশ দেন। মহামান্য হাইকোর্টের এমন নির্দেশনাকে অমান্য করে অতিগোপনে কলেজ অধ্যক্ষ বর্তমান সভাপতি দ্বারা প্রভাবিত হয়ে জ্যেষ্ঠ ওই দুইপদে নিয়োগ দিতে মরিয়া হয়ে উঠেছেন।

এব্যাপারে পিয়ারুল হক বলেন, অত্র কলেজ কমিটির সভাপতির ভাতিজা তানোর উপজেলার তালন্দ মহল্লার বাসিন্দা দেবব্রুত মজুমদারের পুত্র দেবরাজ মজুমদারকে ল্যাব সহকারী (পদার্থ বিজ্ঞান) পদে ও কলেজের নির্বাহী সদস্য শিক্ষক আসলাম উদ্দিনের ভাতিজা গোকুল মহল্লার মোসলেম উদ্দিনের পুত্র মোহাম্মদ জনিকে গত ২২ আগস্ট রাজশাহী কলেজে নিয়োগ দেবার বোর্ড প্রক্রিয়া সম্পূর্ণ করেন অধ্যক্ষ বিষ্ণুপদ সরকার। এহেন পরিস্থিতিতে কলেজ কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন রয়েছে এমনটি জেনে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসার আব্দুল খালেক তাঁর কলেজে নিয়োগ বোর্ড স্থগিত করেন।

কাউন্সিলর অভিযোগে আরও জানান, তাঁর পছন্দের প্রার্থীদের দ্বারা প্রভাবিত প্রভাবিত হয়ে বেকায়দায় পড়েন কলেজের অধ্যক্ষ বিষ্ণুপদ সরকার। ফলে অতিগোপনে আবারও জ্যেষ্ঠ ওই দুইপদে নিয়োগ প্রদানে রাজশাহী সিটি কলেজ স্থান বেছে নিয়ে আগামী (১০ সেপ্টেম্বর) শনিবার সকাল ১১ টায় নিয়োগ নির্বাচনী পরিক্ষায় অংশগ্রহণে প্রজ্ঞাপন জারী করেন অধ্যক্ষ। এতে অধ্যক্ষের মনোনীত প্রার্থী ছাড়াও বেশ কিছু প্রার্থী নিয়ম মোতাবেক আবেদন করেছেন বলে কলেজ সূত্র জানা গেছে।

এব্যাপারে অধ্যক্ষ বিষ্ণুপদ সরকার বলেন, মহামান্য হাইকোর্টে খোঁজ-খবর নিয়ে নিয়োগ নির্বাচনী পরিক্ষার প্রজ্ঞাপন আবারও জারী করা হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর প্রার্থীদের নির্বাচনী পরিক্ষা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.