শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৭:০৬ am
নিজস্ব প্রতিবেদক : স্থগিত হয়ে যাওয়া পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে এ দাবি জানানো হয়।
এ সময় ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী তমালিকা হক বলেন, আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল ২০১৯ সালে। দুঃখজনক হলেও সত্য এখনও সেই পরীক্ষা নেওয়া হয়নি। পরীক্ষার তারিখ দেওয়াতে আশার আলো দেখছিলাম, ঠিক তখনই থমকে গেল সব।
তিনি আরও বলেন, আমাদের দুটি পরীক্ষা হয়েছে, বাকি ছিল আর একটা। পরীক্ষা শেষ না হওয়াতে এটি গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।
গণিত বিভাগের শিক্ষার্থী শেখ সুমন বলেন, আমাদের হল খোলা নিয়ে কোনো দাবি নেই। আমরা মেসে থেকেই এতদিন পরীক্ষা দিচ্ছিলাম। বাকিগুলোও দেব। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। আমরা আগামী তিন দিনের মধ্যে আমাদের স্থগিত পরীক্ষাগুলো আবারও চলমান চাই।
আন্দোলন চলাকালীন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান এসে পরিবেশ শান্ত করার চেষ্টা করেন। এ সময় প্রক্টরের আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন। পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা না হলে রোববার থেকে ফের আন্দোলনে নামার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, গত ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের সভায় বিভিন্ন বিভাগের সব বর্ষের পরীক্ষা নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ২২ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পর সব বিভাগের পরীক্ষা স্থগিত আছে। আজকের তানোর