মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ১০:১৮ am

সংবাদ শিরোনাম ::
তানোর-গোদাগাড়ীতে শরিফ উদ্দিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি বাঘায় দিনমুজুরকে গলা কেটে হত্যা, ভায়রা জেলহাজতে তানোরে সিএনজি বন্ধ করে চালকদের মানববন্ধন, দুর্ভোগে যাত্রীরা পবায় গাঁজাসহ এক দম্পত্তি গ্রেপ্তার রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ ১৪ জন গ্রেপ্তার নাচোলের কৃতিসন্তান সানাউল্লাহ নতুন নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণে এলাকাবাসীর অভিনন্দন রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির
তানোরে ১৪৪ ধারা ভঙ্গ করে কালাই বপণ, নিরব প্রশাসন

তানোরে ১৪৪ ধারা ভঙ্গ করে কালাই বপণ, নিরব প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে ১৪৪ ধারা ভঙ্গ করে জমিতে কালাই ছিটিয়েছেন বলে নিশ্চিন্ত করেন জমির মালিক মানুষিক ভারসাম্যহীন শামিমের স্ত্রী বিউটি বেগম ও তার শ্বশুর লুৎফর রহমান। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার কলমা ইউপির ধনন্জয়পুর গ্রামের মজিবর তার ছেলে আতাউর গংয়েরা ১৪৪ ভেঙ্গে একাজ করেন বলে অভিযোগ রয়েছে।

রাতের আধারে ফাকা জমিতে কালায় ছিটিয়ে ১৪৪ ধারা ভঙ্গ করায় চরম আতংকে জমির প্রকৃত মালিকরা। অথচ থানা পুলিশ গত  রোববার ১৪৪ ধারার নৌটিশ দেন। কিন্তু বিজ্ঞ আদালত গত ৩১ আগষ্ট ১৪৪ জারি করেন। এর আগে গত শুক্রবারে আতাউর ও তার ভাতিজার ভাষ্য আদালত ১৪৪ জারি করেছে এবং কোন পক্ষই নামতে  পারবে না জমিতে। কিন্তু আতাউরের লাঠিয়াল বাহিনী জমিতে কালাই ছিটালেও এসআই মজিবর দেখেন নি এবং জানেন না। ফলে ৫০ শতাংশ জমি পেতে মরন কামড় দিয়ে পড়েছেন ভূমিদস্যু ত্রাস আতাউর গংয়েরা।

গত শনিবারে সরেজমিনে দেখা যায়, কলমা টু বিল্লি রাস্তার মাঝে গভীর নলকুপ সংলগ্ন মাটির রাস্তা দিয়ে কিছুদুর পর ধনন্জয় পুর গ্রাম। গ্রামের রাস্তার ধারে পশ্চিমে খালি পড়ে রয়েছে ৫০ শতাংশ জমি। সেখানে এসআই মজিবর চেয়ার নিয়ে বসে নোটিশ বুঝিয়ে দিচ্ছেন ১৪৪ ধারা বাদী জমির মালিকের স্ত্রী বিউটি বেগম কে। সেখানে ছিলেন বিউটির শ্বশুর লুৎফর রহমান, তিনি জানান আমার কাছে জমিটি ১৯৯০ সালের দিকে বিক্রি করেন মজিবর। সে আমার আপন বড় ভাই। বিক্রি কবলা দলিল করতে খরচ বেশি হবে এজন্য হেবাবিল এওয়াজ দলিল করে নিই।

কারণ রক্তের সম্পর্ক থাকলে এদলিল করা যায়। এই জমিসহ আমার আরো জমি আমার অসুস্হ ছেলে শামিমকে রেজিষ্ট্রি করে দিই ২০২১ সালের দিকে। কিন্তু গত আগষ্ট মাসে মজিবর ও তার ছেলে, মেয়ে সহ শতাধিক লাঠিয়াল বাহিনী দিয়ে জমি দখল করতে চায়। তারা সাব বলছে জমিটি নাকি মজিবর তার স্ত্রী কে দিয়েছে। তাহলে তিনি তো বড় প্রতারক। আমার ছেলে শামিম মানুষিকসহ নানা রোগে আক্রান্ত। তারা ১৪৪ মানছে না, আবার পুলিশও কিছুই বলছে না।

গত শনিবার আতাউরের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে,  তিনি বলেন আমাদের জমি এজন্য আমরা কালাই ছিটিয়েছি। জমির উপর ১৪৪ জারি আছে জানতে চাইলে তিনি জানান নিজের জমিতে ১৪৪ বুঝিনা বলে প্রচুর দম্ভক্তি প্রকাশ করেন।

থানার এসআই মজিবর রহমান জানান,  কালায় ছিটানো দেখিনি এবং ছিটানো নাই। আমরা দেখেছি কালায় পড়ে আছে জমিতে প্রশ্ন করা হলে উল্টো নানান ধরনের কথা বলে এড়িয়ে যান তিনি।

জানা গেছে, কলমা ইউপির ৩১ নম্বর ধনন্জয়পুর মৌজার আরএস ২৫ নং খতিয়ানে ৪৫ নং আরএস দাগে ৫০ শতাংশ জমি ক্রয় করেন লুৎফর রহমান। তিনি এজমি সহ  আরো জমি ছেলে শামিমকে দান করেন ২০২১ সালে এবং শামিমের নামে খাজনা খারিজ সবই রয়েছে। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.