রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৪৭ pm
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় একজন খুচরা বালাইনাশক সার দোকান মালিককে সার মজুদ ও সরকারি মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাইমেনা শারমীন।
রোববার ৪ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে উপজেলা সার মনিটরিং কমিটির সদস্যরা অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে নাচোল উপজেলার কসবা ইউপির এলাইপুর বাজারের নুরুল ইসলামকে ২০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ প্রদান করেন। পরে আদেশে অর্ত, আদায় করা হয়। ওই সার ব্যবসায়ীর পিতা মুনসুর আলী। বাড়ি খেড়িপাড়া গ্রামে।
পরে মজুদকৃত ৪০ বস্তা ডিএপি সার সরকারি মূল্যে কৃষকের মাঝে বিক্রি করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহমেদ ও স্থানীয়রা। আজকের তানোর