শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১১:৪৭ pm

সংবাদ শিরোনাম ::
কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না
পদ্মায় বাংলা নাট্যের নৌযাত্রা

পদ্মায় বাংলা নাট্যের নৌযাত্রা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পদ্মা নদীতে বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাংস্কৃতিক অভিযাত্রা ‘বাংলা নাট্যের নৌযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর আলুপট্টি বটতলার পদ্মা পাড় থেকে এই নৌযাত্রা শুরু হয়। দুপুর ১২ টার দিকে জেলার চারঘাট উপজেলার বড়াল পাড়ে এই নৌযাত্রা পৌঁছায়।

বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফের নেতৃত্ব এই সাংস্কৃতিক নৌযাত্রায় ১৫টি রঙিন নৌকায় দুই শতাধিক সাংস্কৃতিক কর্মী অংশগ্রহণ করেন। বড়াল পাড়ে পৌঁছালে চারঘাট গ্রাম থিয়েটারের নেতৃবৃন্দ এবং সাংস্কৃতিক কর্মীরা তাঁদের স্বাগত জানান।

এরপর চারঘাট পদ্মা বড়াল থিয়েটারের ইলামিত্র মঞ্চ থেকে সাংস্কৃতিক অভিযাত্রায় একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে এসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে মিলিত হয়।

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের শুরুতেই বীর মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠান মঞ্চে সম্মাননা দেওয়া হয়। আলোচনা সভার শুরুতে চারঘাট পদ্মা বড়াল থিয়েটারের ভারপ্রাপ্ত সভাপতি এখলাক হোসেন অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন।

এরপর সাংস্কৃতিক অভিযাত্রা নিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যত্বত্ত্ব বিভাগের অধ্যপক লুৎফর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন, পৌর মেয়র একরামুল হক প্রমুখ।

নাসির উদ্দিন ইউসুফ বলেন, ‘‘বিগত প্রায় চারদশকের বেশি সময় ধরে দেশবাপী বাংলার এতিহ্য এবং সংস্কৃতি নিয়ে কাজ করে আসছে বাংলাদেশ গ্রাম থিয়েটার। আমাদের উদ্দেশ্য বাঙালির হাজার বছরের অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনাকে সুসংহত করে ভবিষ্যতের অভিসারী করা।

‘‘তারই অংশ হিসেবে রাজশাহীর আলুপট্টি পদ্মা পাড় থেকে সাংস্কৃতিক নৌযাত্রা শুরু হয়ে চারঘাটের বড়াল পাড়ে এসে শেষ হয়েছে। পর্যায় দেশের সব জায়গায় এই সাংস্কৃতিক অভিযাত্রা করা হবে। যা আমাদের হাজার বছরের লোক সংস্কৃতিকে গণ মানুষের কাছে পৌছে দিবে।’’

আলোচনা সভা শেষে বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রেসিডিয়াম সদস্য ও লোক গবেষক কাজী সাঈদ হোসেন দুলাল, চারঘাট পদ্মা বড়াল থিয়েটারের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ও সদস্য আজমল হকের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে- মাথাল রাজশাহীর পরিবেশনায় গম্ভীরা, গ্রাম থিয়েটারের পরিবেশনায় আলকাপ রঙ্গরস এবং চারঘাট বড়াল থিয়েটারের পরিবেশনায় মাদার অবলম্বনে বহুরূপে আসবো ফিরে ও মনসামঙ্গল অবলম্বনে নীলমণি পরিবেশন করা হয়। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.